ডিজেলের লাগাতার মূল্য বৃদ্ধি এবং শহরের রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কমে যাওয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। তারওপর আগামী বছরের মধ্যে প্রচুর বেসরকারি বাসের মেয়াদ শেষ হতে চলেছে। সমস্যার সমাধানে আরও বেশি পরিমাণে ইলেকট্রিক বাস রাস্তায় নামতে চাইছে রাজ্য সরকার। এই লক্ষ্যে রাজ্য সরকার ইলেকট্রি💖ক বাস তৈরির কারখানা কথা আগেই ঘোষণা করেছিল। সেইমতো রাজ্যে♑র জমি দেখতে শুরু করেছে একটি বেসরকারি সংস্থা।
সূত্রের খবর, বুধবার মুর্শিদাবাদের রেজিনগরের শিল্প উন্নয়নের জমি পরিদর্শন করেছেন ওই সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা। মূলত ওই সংস্থা নদী বা সমুদ্র বন্দরের কাছে কোনও জমি চায়ছে। তাই ওই সংস্থাকে আরও বেশ কয়েক কিছু জমি দেখানো হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সংস্থার পরিকল্পনা রয়েছে, ৫০ একর জমিতে প্রꦺায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে🐷 ই-বাস কারখানা গড়ার। পেরু, ইজরাইল সহ বিভিন্ন দেশে ইলেকট্রিক বাস সরবরাহকারী এই সংস্থা আগামী বিশ্ববঙ্গ রাজ্য সম😼্মেলনে রাজ্য স🌜রকারে সঙ্গে মউচুক্তি স্বাক্ষরিত করবে।
সংস্থার দাবি, এরফলে বহু কর্মসংস্থান হবে রাজ্যে। সংস্থার এক কর্তার কথায়, এরফলে প্রত্যক্ষভাবে ৪০০০ কর্মসংস্থান হবে এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে আরও কয়েক হাজার মানুষের। বাস ছাড়াও ই রিকশা তৈরি করবে এই সংস্থা। যে সমস্ত বাস তไৈরি করার পরিকল্পনা রয়েছে সেগুলি ১০ থেকে ১২ মিটার দৈর্ঘ্য হবে। এই বাসের দাম হবে প্রায় ৭৫ লক্ষ টাকা।