আজ, বৃহস্পতিবার কয়লা পাচার মামলায় ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়ের। এই নিয়ে এখন সিজিও কমপ্লেক্সে চূড়ান্ত ব্যস্ততা। প্রশ্নপত্র নিয়ে তৈরি ইডির তদন্তকারীরা। টানটান উত্তেজনার মধ্যে চলছে প্রস্তুতি–পর্🔯ব। এই গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আর তার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। সুতরাং সকাল থেকেই রাজনৈতিক তরজা শুরু।
এদিকে কয়লা পাচার মামলায় আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা অভিষেক–পত্নীর। সোমবার দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি’র মামলায় লুকআউট নোটিশ জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। এরপর বিমানবন্দরেই রুজিরাকে হাজিরার নোটিশ ধরিয়ে দেয় ইডি। আজ হাজিরা দিলে এই নিয়ে দু’বার ইডি’র মুখোমুখি হবেন রুজ💧িরা। তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি বানচাল করতেই সিবিআই–ইডির তৎপরতা বেড়েছে বলে সরব হয়েছেন 🏅অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য নয়াদিল্লি থেকে গতকালই কলকাতায় এসেছে ইডি তদন্তক🌱ারীদের একটি দল। সুতরাং জোর প্রস্তুতি শুরু হয়েছে সিজিও কমপ্লেক্সে। ইডি সূত্রে খবর, রুজিরাকে তাঁর বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হতে পারে। সেখানের বিষয়ে ཧবিস্তারিত জানতে চাওয়া হবে। শুধু তাই নয়, রুজিরার বিদেশ যাত্রার বিষয়ে আদালতের ঠিক কী নির্দেশ রয়েছে সেটাও জানতে চাইতে পারেন গোয়েন্দারা।