Howrah-Bardhaman Chord Line Fencing: হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ধারে পাঁচিল তুলল রেল, সুরক্ষায় তৈরি হল বেড়া Updated: 14 Jul 2024, 03:54 PM IST Satyen Pal Share রেললাইনের ধারে লম্বা পাঁচিল। হাওড়া বর্ধমান কর্ড লাইনে অভিনব উদ্যোগ। 1/5রেললাইনের ধার বরাবর টানা পাঁচিল। হাওড়া বর্ধমান কর্ড লাইনে একেবারে অভিনব উদ্যোগ রেলের। ইতিমধ্যেই সেই পাঁচিল নির্মাণ সম্পূর্ণ করা হয়েছে। চারটি পাশাপাশি রেললাইন। সেই রেললাইন থেকে কিছুটা অংশ ছেড়ে দিয়ে তৈরি করা হয়েছে সেই পাঁচিল। প্রতীকী ছবি 2/5আপ ও ডাউন দুদিকেই এই ধরনের পাঁচিল করা হয়েছে। এর জেরে সুরক্ষিত থাকবে রেললাইন।ট্রেন চালানোর ক্ষেত্রে সমস্যা অনেকটাই কমবে। দ্রুতগতিতে ট্রেন যাতায়াত করতে পারবে। রেললাইনের উপর বাইরে থেকে কিছু উঠে আসতে পারবে না। রেললাইনের ধারে তৈরি করা হয়েছে কংক্রিটের পাঁচিল। 3/5একেবারে মেপে রেলের জায়গার ভেতর তৈরি হয়েছে এই পাঁচিল। এর ফলে রেলের জায়গা জবরদখল হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমবে। সব মিলিয়ে সুরক্ষিত থাকবে রেললাইন। । (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) 4/5রেলের এই অভিনব উদ্যোগকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমত অনেকে আবার এই উদ্যোগকে টাকা নষ্ট বলে উল্লেখ করছেন। কারণ তাঁদের মতে, এই পাঁচিল তৈরি করতে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। কিন্তু এভাবে কি রেললাইনকে সুরক্ষিত রাখা সম্ভব? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পূর্ব রেল) 5/5এই পাঁচিল রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও নানা সমস্যা রয়েছে। সেই পাঁচিল আদৌ কতটা রক্ষা করা সম্ভব তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। অনেকের মতে, সাধারণ মানুষও এই পাঁচিল নষ্ট করে দিতে পারে। সেটা কীভাবে আটকানো যাবে? ছবি কমলিকা সেনগুপ্ত এক্স হ্যান্ডেল। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি