আর জি করের তিলোত্তমার বিচার চেয়ে ও মেয়রের কলকাতা🧸 পৌর সংস্থার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে এবার মেয়র ফিরহাদ হাকিমকে শিরদাঁড়া হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন কলকাতা পৌর সং♛স্থার ইঞ্জিনিয়াররা।
আরও পড়ুন - ‘পুলিশ সঙ্গে না থ𓄧াকলে এদের চামড়া তুলে ডুগডুগি বাজাতে🍒 ১ মিনিট লাগবে না’
পড়তে থাকুন - আরজি ♔কর নিয়ে আর কোনও বিবৃতি নয়, বলবেন শুধু মমতা, নির্দেশ মন্ত্রিসভার বৈঠকে
গত ৩১ আগস্ট ‘টক টু মেয়র♛’ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগꩲ করেন মেয়র ফিরহাদ হাকিম। তার পরেই ক্ষোভে ফেটে পড়েন পৌর ইঞ্জিনিয়াররা। তাই প্রতীকী শিরদাঁড়া নিয়ে মেয়রের বিরুদ্ধে ক্ষোভে উগরে দেন তারা। তাদের অভিযোগ আগে প্রশাসন নিজেদের মেরুদণ্ড সোজা করুক তার পরে তারা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কথা বলবে।
কেএমসি ইঞ্জিনার্স আন্ড অ্যালাইড সার্ভিসেসের সভাপতি মানস সিনহা অভিযোগ করেন, ‘টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র সাধারণ মানুষের সামনে 🌌সামাজিক মাধ্যমে ইঞ্জিনিয়ার দের অপমান করেছেন। শুধু তাই নয়, তিনি আমাদের সম্মানহানি করেছেন। মানস সিনহার আরো অভিযোগ, ‘গার🍨্ডেন রিচ এলাকায় কোন সিন্ডিকেট চলেছে যে বিগত 14 বছরে একটা বাড়িরও সিসি করা হয়নি?
আরও পড়ুন - কারচুপি করতে কি ১৪ বছর লাগে? মাদ্রাসা সার্ভিস কমিশ🐼💜নকে তিরস্কার কলকাতা হাইকোর্টের
এদিন তারা হাতে মেয়রের শিরদাঁড়া সোজা করার দাবি নিয়ে প্রতীকী মেরুদণ্🐈ড হাতে বিক্ষোভ মিছিল করেন। বুধবার কলকাতা পৌর স🌱ংস্থার বিল্ডিং বিভাগের সামনে থেকে শুরু হয়ে সমস্ত বিভাগে ঘোরে বিক্ষোভ মিছিল। মিছিল শেষে আবার কলকাতা পৌর সংস্থা বিল্ডিং বিভাগে অবস্থান করেন ইঞ্জিনিয়াররা। তারা এদিন আরজি করের ঘটনায় নিহত মহিলা চিকিৎসকের বিচারের দাবিতে কালো ব্যাজ পড়ে বিক্ষোভ মিছিলে সামিল হন কলকাতা পৌর সংস্থার বামপন্থী ইঞ্জিনিয়ার দের সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার আন্ড অ্যালাইড সার্ভিসেসের সদস্যরা।