কসবার ভ্যাকসিন কাণ্ডে নয়া তথ্য সামনে উঠে এল। শুধু কসবাই নয়, উত্তর কলকাতার সিটি কলেজেও ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করেছিলেন দেবাঞ্জন দেব। কসবার ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তর কলকাতার কলেজের এই শিবিরের তথ্যও ✃প্রকাশ্যে এসেছে। তবে কসবার ক্যাম্প থেকে বিপুল পরিমাণ ভ্যাকসিন উদ্ধার হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই ক্যাম্প থেকে এমন কোনও কনটেনার পাওয়া যায়নি, যার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ভুয়ো আইএএসের কসবার অফিসের কর্মীদের তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
অন্যদিকে, বুধবার রাতভর ধৃত দেবাঞ্জনকে দফায় দফ🔜ায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় বারবার নিজের বয়ান বদলাচ্ছে ওই ভুয়ো আইএএস। কোথা থেকে এত পরিমাণে ভ্যাকসিন কিনেছিল ওই অভিযুক্ত, সেই প্রশ্নে একবার বলছে, বাগরি মার্কেট থেকে কিনেছিল, আবার পরক্ষণেই বয়ান বদল করছে বলে জানিয়েছে পুলিশ। কেনই বা আচমকা ভ্যাকসিনের ক্যাম্প করতে গেল, তা নিয়ে এক এক বার এক এক রকম তথ্য দিচ্ছে অভিযুক্ত। পুলিশের দাবি, সঠিকভাবে কোনও প্রশ্নেরই উত্তর দিচ্ছে ন🌼া দেবাঞ্জন। তবে হাল ছাড়তে রাজি নন তদন্তকারীরা। তাঁকে অনবরত জেরা করে সঠিক তথ্য জানার চেষ্টা করছেন আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় দেবাঞ্জন পুলিশকে জানিয়েছে, তিনি নাকি মানুষের সেবা করার জন্যই এই ভ্যাকসিন দিচ্ছিলেন।