বিকট আওয়াজে কেঁপে উ𝔍ঠল বরানগর। প্রথমে বোমা বিস্ফোরণ বলেই সবাই মন করেছিলেন। কিন্তু সেখানে বোমা বিস্ফোরণ ঘটেনি। বরং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আকার ধারণ করেছে। আর তার জেরে ভেঙে পড়ল একতলা বাড়ির একাংশ। এই ঘটনায় বুধবার মাঝরাতে সেখানে পুলিশ হাজির হয়। এই বাড়ির অংশ চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর।
ঠিক কী ঘটেছে বরানগরে? স্থানীয় সূত্রে খবর, এই বাড়িটি বহু পুরনো। সেখানে দীর্ঘদিন সংস্কার হয়নি। তার উপর গ্যাস সিলিন্ডার ফেটে যায়। তাতেই গোটা বাড়ি কেঁপে ওঠে। আর ভেঙে পড়ে যায়। সেই ভাঙা অংশ চাপা পড়েই প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। রাত ১টা নাগাদ এই ধ্বংসস্তূপ সরানো হয় এবং মহিলার দেহ উদ্ধার করা হয়। বরানগরের টি এন চ্যাটার্জি স্ট্রিটের একটি বাড়িতꦑে বিস্ফোরণ হয়। বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বাড়ির দুই বাসিন্দার খোঁজে 🌟তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, বরানগরে পুরনো বাড়ি ভেঙে ম♌ৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সেই শব্দ শুনে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাജসিন্দারা। অনন্যা সিনেমা হলের কাছে ৩৪ নম্বর টি এন চ্যাটার্জি স্ট্রিটের ওই বাড়িটিতে বিস্ফোরণ ঘটেছিল। সেই অভিঘাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে🎀 বাড়িটি। বাড়িতে তখন ছিলেন সুমিত্রা মাইতি নামে ওই প্রৌঢ়া। তিনিই বাড়িটির মালিক।