২০১৫ সাল থেকে জেলে রয়েছেন রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। এবার ৭দিনের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। আদালত সূত্রে খবর, আগামী ৯ই অগস্ট থেকে তিনি জামিন কার্যকরী হবে। আগামী ১৬ই অগস্ট তাকে ফের ফিরে আসতে হবে। সূত্রের খবর মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে তিনি অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেছিলেন। অবশেষে ৫০ হাজার টাকা নগদ ও ১০ হাজার টাকার দুটি সিকিওরিটি বন্ড জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। তবে করোনার কারণ দেখিয়েও তিনি জামিনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু বর্তমানে রোজ ভ্যালি মামলা তদন্ত করছে ইডি। সেকারণে জামিন দেওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে বলে আদালতের তরফে জানানো হয়। তবে সম্প্রতি অসুস্থতার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন রোজ ভ্যালি কাণ্ডে অন্যতম অভিযুক্ত তথা বাংলা ছবির প্রযোজক শ্রীকান্ত মোহতা। তিনি জামিন পেয়েছেন আদালত থেকে। প্রসঙ্গত গত জানুয়ারি মাসে গৌতমের স্ত্রী শুভ্রা কুণ্ডুও গ্রেফতার হয়েছিলেন। এদিকে বিগত দিনে তৃণমূলের দুই সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছিল। রোজ ভ্যালি কাণ্ডে গৌতম কুণ্ডুকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। তার ল্যাপটপ, মোবাইল, নানাধরনের নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়েছিল।