প্রায় ꦯদু'সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর বুধবার ভারতের বাজারে কমেছে সোনার দাম। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে বাজার বন্ধের সময় কলকাতায় কিছুটা সস্তা হয়েছে হলুদ ধাতু। তবে অনেকটাই কমেছে রুপোর দাম।
কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম
বুধবার কলকাতার বাজারে ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা কমেছে। তার ফলে ৫০,০০০ টাকার নীচেই আছে হলমার্ক সোনার গয়নার (২২ ক্যারাট) দাম। আবার ৪৮,০০০ টাকার ঘরে নেমেছে ১০ গ্রাম༺ গয়না সোনা। তারইমধ্যে এক কিলোগ্রাম রুপোর বাটের দাম ৯০০🦋 টাকা কমে ৬০,০০০ টাকায় ঠেকেছে। যে দামে বৃহস্পতিবার (৩০ জুন) কলকাতার খুচরো বাজারে সোনা এবং রুপো বিক্রি হবে।
বৃহস্পতিবার (৩০ জুন, ২০২২) কলকাতার খুচরো বাজারে সোনা এবং রুপোর দাম (জিএসটি ছাড়া) কত থাকবে, তা দেখে নিন -
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫১,৬০০ টাকা (আগে ছিল꧑ ৫১,৭০০ টাকা)।
• ২২ ক্যারাট, গয়না সোনা (ꦐ১০ গ্রাম) – ৪৮,৯৫০ টাকা (আগে ছিল 🔯৪৯,০৫০ টাকা)।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১👍০ গ্রাম)- ৪৯,৭০০ টাকা (আগে ছিল ৪৯,৮০০ টাকা)।
• এক ক𝓰িলোগ্রাম রুপোর বাট - ৬০,০০০ টাকা (আগে ছিল ৬০,৯০০ টাকা)💮।
• এক কিলোগไ্রাম খুচরো রুপো - ৬০,১০০ টাকা (আগে ছিল ৬১,০০০ টাকা)।
ভারতের বাজারে বুধবার সোনা এবং রুপোর দাম (২৯ জুন, ২০২২)
বিশ্ব বাজারের রেশ ধরে বুধবার ভারতীয় বাজারে কমেছে সোনা এবং রুপোর দাম। দু'সপ্তাহের সর্বোচ্চ স্ত⛦রে পৌঁছানোর পর (মঙ্গলবার ১০ গ্রাম সোনার দাম ৫১,০০০ টাকা) বুধবার এম🐼সিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম হয় ৫০,৭৯৬ টাকা। অন্যদিকে, রুপোর দাম ৬০,০০০ টাকার নীচে আছে। এক কিলোগ্রাম রুপোর দাম ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৯,৯৯০ টাকা।