অন্য দলের বিধায়ক ভাঙাতে এক একজনকে ১০০ কোটি টাকা করে দিতে চাইছে বিজেপি। এমনই অভিযোগ করলেন মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক রবি কুমার গনিগা। কংগ্রেস বিধায়কের দাবি, বিজেপির বিরুদ্ধে তাঁর কাছে প্রমাণও আছে। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। পদ্ম শিবিরের দাবি, আসল ইস্যু থেকে চোখ ঘোরাতেই এই সব 'ভিত্তিহীন অভিযোগ' করা হচ্ছে। (আরও পড়ুন: 'ক্রমেই বাড়ছে হিংসা…', বেলডাঙা ন�ꦑ�িয়ে মুখ্যমন্ত্রীকে 'নির্দেশ জারি' রাজ্যপালের)
আরও পড়ুন: উদ্ধার লটারি দুর্নীতির ১২ কোটি, অভিযুক্ত সংস্থার মালিক ৫৪০ কোটি দিয়েছিলেন💜 TMC-কে
কর্ণাটকে এর আগেও অপারেশন লোটাসের মাধ্য়মে সরকার পালটেছে বিজেপি। কংগ্রেস-জেডিএস জোট ভেঙে নিজেদের সরকার গড়েছিল গেরুয়া শিবির। তবে কর্ণাটকের গত বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ে কংগ্রেস। এবার সেই সরকার ভাঙানোর চেষ্টার অভিযোগ উঠল পদ্ম শিবিরের বিরুদ্ধে। এর আগে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অভিযোগ করেছিলেন, সরকার ভাঙা ৫০ জন কংগ্রেস বিধায়ককে ৫০ কোটি টাকা করে দিতে চেয়েছে বিজেপি। এদিকে মধ্যপ্রদেশেও অপারেশন লোটাসের মাধ্যমে কমল নাথের সরকার ফেলে দিয়েছিল বিজেপি। সেখানে আবার গত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়েছে বিজেপি নিজেই। আর এবার মধ্যপ্রদেশের মাণ্ড্য কেন্দ্রের বিধায়ক রবি কুমার গনিগা অভিযোগ করলেন কর্ণাটকে তাঁর দলের বিধায়কদের ভাঙাতে এক একজনকে ১০০ কোটি টাকা করে দিতে চেয়েছে বিজেপি। এবং এর প্রমাণ তাঁর হাতে আছে। (আরও পড়ুন: তৈরি হল ইতিহাস! মা💛স্কের ফ্যালকন রকেটে চেপে মহাকাশে ইসরোর GSAT-N♏2 স্যাটেলাইট)
আরও পড়ুন: এবার ইউনুসকে 'চাপ' আমেরিকার, বাংলাদেশ 🅷নিয়ে মার্কিন 𓆏প্রশাসন বলল...
রবি কুমার এই নিয়ে সাংবাদিকদের বলেন, 'সবাই খুব ভালো করেই জানে যে কে কাকে টাকা দিতে চেয়েছে। আমার কাছে এই সংক্রান্ত সব নথি আছে। সঠিক সময়ে আমি এই সব নথি সামনে আনব।' তিনি অভিযোগ করেন, অসৎ উপায়ে অর্জিত টাকা দিয়ে কংগ্রেস সরকারকে ফেলে দিতে চাইছে বিজেপি।' তাঁর দাবি, রাজ্য বিজেপি নেতাদের সমর্থন করছে কেন্দ্রীয় সরকার। আর এই সবের মাঝে জেডিএস-ও নাকি বিজেপিকে সাহায্য করছে। রবি বলে๊ন, 'কিত্তুরের বিধায়ক বাবা সাহেব পাতিল এবং চিকমাগালুরুর বিধায়ক থামাইয়ার সঙ্গে বিজেপি কেন যোগাযোগ করেছিল, তা সবাই জানে। কোন হোটেল, বিমানবন্দর এবং গেস্টহাউজে তারা দেখা করেছে, আমরা তা জানি। আমাদের কাছে অডিয়ো, সিডি, পেনড্🅘রাইভ, আইক্লাউডে সব তথ্য আছে। এই বিধায়কদের কী অফার দেওয়া হয়েছিল, তা আমরা জানি। এবং মিডিয়ার সামনে খুব শীঘ্রই সেই সব তথ্য আনব আমরা।'
এদিকে এই অভিযোগ ওঠার পরে কিত্তুরের কংগ্রেস বিধায়ক দাবি করেন, কোনও হিজেপি নেতা তাঁর সঙ্গে এর মধ্যে যোগাযোগ করেননি। তবে তিনি দাবি করেন, সরকার গঠনের পরপরই তাঁকে বিজেপি 'অফার' দিয়েছিল। ꦍতবে তিনি দাবি করেন, এর মধ্যে কোনও বিজেপি নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। এই আবহে রবি কুমারের বক্তব্যকে 'মিথ্যা' আখ্যা দেন তিনি।