হরিদেবপুরে অটোর সঙ্গে সরকারি বাসের মুখোমুখি ধাক্কা লাগল। এই পথদুর্ঘটনায় মৃত্যু হল অটো চালকের। আজ, শুক্রবার ꩵঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের কাছে ওই পথদুর্ঘটনা ঘটেছে। সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি ধাক্কা লাগে৷ অটো চালকের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন তিনজন যাত্রী৷ এখানে বাস নিয়ন্ত্রণ হারিয়েছিল বলে খবর।
ঠিক কী ঘটেছে ঠাকুরপুকুরে? পুলিশ সূত্রে খবর, কবরডাঙা থেকে ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিল অটোটি। বাসটি আসছিল উল্টোদিক থেকে। তখন অটো ও সরকারি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। তার জেরেই মৃত্যু হয়েছে অটোচালক জগদীশ মণ্ডলের। অটোর তিনজন যাত্রীর মধ্যে দু’জনকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। আর একজন বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসের ๊চালককে আটক করা হয়েছে।
কী তথ্য উঠে আসছে? 🦩স্থানীয় সূত্রে খবর, সরকারি বাসের গতি ছিল ♔অত্যন্ত জোরে। তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে ধাক্কা মারে সরকারি বাসটি। এই সজোরে সরকারি বাসের ধাক্কায় অটো টালক জগদীশ মণ⭕্ডল ছিটকে পড়ে রাস্তায়৷ রক্তারক্তি কাণ্ড ঘটে যায। তা দেখে অনেকে শিউরে ওঠেন। বাসচালক পালাবার চেষ্টা করেছিল। তবে ধরা পড়া যায়।
তারপর কী ঘটল সেখানে? 🅠এই ঘটনায় রীতিমতো হুলুস্থুল পড়ে যায় এলাকায়৷ খবর দেওয়া হয় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা অটো চালক জগদীশ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। অটো চালকের পরিবারে শোকে♏র ছায়া নেমে আসে।