ভালোবাসা-প্রতিশোধের গল্পে ভূতই ভবিষৎ, সঙ্🌳গে মানুষের জীবন। তবে মুখ্য চরিত্র তিনটে। একজন গল্পের কথক ‘অনাগত’ আর বাকি দুই চরিত্র হল ‘জয়া’ এবং ‘কৃষ্ণ’। এই কৃষ্ণ এবং জয়া আসলে বাংলার কোনও এক গ্রামের প্রেমিক-প্রেমিকার প্রতিনিধি স্বরূপ। যাঁদের মধ্যে অফুরান ভালোবাসা থাকে, চোখে থাকে ঘর বাঁধার স্বপ্ন, কিন্তু থাকে না সামাজিক সম্মতি। তাই তারা সবার চোখের আড়ালে নিজেদের মতো করে ভালো থাকার স্বপ্ন দেখে। কারণ সবাইকে নিয়ে সংসার করার পথে তাদের বাধা হল জাত। কৃষ্ণ এবং জয়ার বর্ণ আলাদা হওয়ায় ওই গ্রামে তাদের সামাজিক বিয়ে হওয়া ছিল প্রায় অসম্ভব।
আর সেই কারণেই কৃষ্ণর হাত ধরে চোখে একরাশ নিয়ে জয়া গ্রাম ছেড়ে পালিয়ে যায়। দূরে ⛎গিয়ে নিজেদের স্বপ্নের সংসার গড়ে তোলার আকাঙ্ক্ষায় ঘর ছাড়ে সে। নেমে পড়ে পথে। কিন্তু এই পথের শেষে কি আছে? তাঁদের স্বপ্নের সংসার? নাকি অপেক্ষা করছে ভয়ঙ্কর কোনও পরিণতি? শেষ পর্যন্ত কি🏅 জিতে যায় জয়া-কৃষ্ণের ভালোবাসা। সেই গল্প ফুটে উঠেছে ‘ভূতমুখী’তে।
এই ছবিতে অভিনয় করেছেন বিখ্যাত ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায়। তিনি ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন দুর্বার শর্মা, শিঞ্জিনী চক্রবর্তী এবং চন্দন চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁদের অভিনীত এই স্বল্প দৈর্ঘ্যের ছবি 'ভূতমুখী'। প্রেক্ষাগৃহ বা কোনও ওটিটি প্ল্যাটফর্মে নয়, এই ছবি ইউটিউবে দেꦐখতে পাওয়া যাবে। ইউটিউবে BMS-এর চ্যানেলে দেখা যাবে ‘ভূতমুখী’।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন এ🌞বং পরিচালনা করেছেন রজত রায় এবং অরুণাভ মুখোপাধ্যায়।
আরও পড়ুন: ‘ইয়ে কালি কালি আঁখে’ সিরিজের দ্বিতীয় সিজনে দারুণ চমক! জানালেন পরিচা💫ল꧑ক সিদ্ধার্থ সেনগুপ্ত
এই ছবি প্রসঙ্গে উন্মেষ বলছেন, ‘পরিচালক রজত এবং অরুণাভকে বিশেষ ধন্যবাদ। যাঁরা এই প্রকল্পে তাঁদের মন ও প্রাণ উজাড় করে দিয়েছেন। তাঁদের নিষ্ঠা এবং দক্ষতায় ছবিটি সত্যিই সার্থক হয়েছে। প্রতিভাবান অভিনেতা দুর্বার শর্মা এবং শিঞ্জিনী চক্রবর্তীকেও কুর্নিশ। তাঁরা চরিত্রগুলিকে প্রাণবন্ত করেছেন। নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন। আমি নিজেও ব্যক্তিগত স্তরে খুবই উপভোগ করে অভিনয় করেছি গল্পের কথক অনাগত চরিত্রে। ব্যক্তি﷽গত ভাবে, আমার শৈশবের বন্ধু সাহেব লক্ষ্মণের সঙ্গে অভিনেতা ও সহ-প্রযোজক হয়ে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ।’
কৃষ্ণের চরিত্রে থাকা দুর্বার শর্মা বলেন, ‘আমার চরিত্র কৃষ্ণ, গভীর এবং কমপ্লে🐎ক্স। সে একজন গ্রামের স্কুল মাস্টার, যে জয়ার প্রেমে পড়ে। গল্পটি দুই ভিন্ন বর্ণের মানুষের মধꦬ্যে দীর্ঘদিনের ভালোবাসা এবং তার পরিণতি নিয়ে। পাশাপাশি এই ছবিতে দারুণ একটি থ্রিলিং উপাদানও রয়েছে, যা গল্পটিকে আরও আকর্ষণীয় করে তোলে।’
অভিনেত্রী শিঞ্জিনী চไক্রবর্তী বলেন, ‘দুর্বারের সঙ্গে এটা আমার প্রথম কাজ। জয়া চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং। কাজ করে বেশ ভালো লেগেছে। আ♏শা রাখি দর্শকদেরও পছন্দ হবে আমাদের কাজ।’