বায়ুদূষণ, শব্দ দূষণের মতো শহরে অন্যতম দূষণের কারণ হল দৃশ্য দূষণ। যেখানে সেখানে হোর্ডিং, ব্যানারের ফলে দৃশ্য দূষণ অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে শহরে। এই দূষণ নিয়ন্ত্রণে আগেই কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্যের পুর এবং নগরোন্নয়ন দফতর। এবার দৃশ্য দূষণ কমাতে তৎপরতা বাড়ল। এবার থেকে শহরে যেখানে সেখানে বেআইনি হোর্ডিং টাঙানো যাবে ন🥀া। তাহলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা। শুধু কলকাতা পুরসভা নয়, অন্যান্য পুরসভা এলাকা যেগুলি পুর এবং দফতরের অধীনে রয়েছে সেখানে বেআইনি হোর্ডিংয়ের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শহরের বিভিন্ন জায়গায় বেআইনি হোর্ডিং রয়েছে। বিশেষ করে বাইপাসের বিশ্ব বাংলা সরণি-সহ বহু জায়গায় অনুমোদন ছাড়াই লাগানো রয়েছে হোর্ডিং। এমনকী রাস্তার পাশে অবস্থিত বহু বাড়িতেও হোর্ডিং লাগানো রয়েছে। যেখানে অনুমোদন ছাড়াই রয়েছে হোর্ডিং। এর জন্য রাজ্য সরকারকে আলাদাভাবে কোনও কর দেওয়া হয় না। যার ফলে সরকারের রাজস্ব 🎐বাড়ছে না। সেই সমস্ত কারণে বেআইনি হোর্ডিংয়ের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে চাইছে পুর দফতর। সম্প্রতি বেআইনি হোটেল নিয়ে অনেক অভিযোগ পেয়েছে পুর এবং নগর উন্নয়ন দফতর। বিশেষ করে কলকাতা তো বটেই বিধাননগর পুর এলাকাতেও এই ধরনের একাধিক অভিযোগ দফতরে জমা পড়েছে। তারপরে এই সংক্রান্ত বিষয়ে অন্যান্য পুরসভাগুলি থেকে রিপোর্ট তলব করা হয়েছে। সেখানে এই ঘটনা🎐র যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে দফতরের তরফ থেকে।
যত্রতত্র বেআইনি হোর্ডিং আটকাতে সুস্পষ্ট নীতি তৈরি করা হচ্ছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি এ নিয়ে বৈঠক হয়েছে পুর এবং নগরোন্নয়ন দফতরে। সেই বৈঠক উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পুরসচিব খলিল আহমেদ, অতিরিক্ত সচিব জলি চৌধুরী-সহ দফতরের উচ্চপদস্থ কর্তারা। বৈঠকে ঠিক হয়েছে যেখানে সেখানে হোর্ডিং দেওয়া যাবে না। পুরসভা এবং⛎ পুর কর্তৃপক্ষের আওতায় থাকা এলাকায় হোর্ডিং লাগানো হলে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায় করা হবে। অবৈধভাবে হোর্ডিং লাগানো হলে তা খুলে নেওয়া হবে। প্রত্যেকটি পুরসভা এবং পুর কর্তৃপক্ষকে সেই নিয়ম মানতে হবে। তবে শুধুমাত্র যে বেআইনি হোর্ডিং খুলে নেওয়া হবে তাই নয়, বিজ্ঞাপনের হোর্ডিংয়ের জন্যও নতুন নীতি তৈরি করতে হবে এবং সেই নীতি মানতে হবে বিজ্ঞাপন সংস্থাগুলিকে। না হলে সেই সমস্ত হোর্ডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার 💙লিঙ্ক //htipad.onelink.me/277p/ꦐp7me4aup