মাসের পর মাস কেটে গিয়েছে। তারপরও রাজ্✃য বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রেখে দেওয়া হয়েছে রাজভবনে। এই অভিযোগে রাজ্যপাল এবং রাজভবনকে অভিযুক্ত করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু সরকার। সেই মামলায় এম কে স্ট্যালিনের সরকারের জয় হয়েছে। বাংলার ক্ষেত্রেও বিল আটকে রাখার অভিযোগ রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের রায় এক্ষেত্রেও অত্যন্ত প্রযোজ্য। কারণ রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপালদের ঝুলিয়ে রাখা বৈধ নয় বলে জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আ🏅দালত। তারপরই বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তাঁর কর্তব্য স্মরণ করিয়ে দিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবার একদিন পর পাল্টা জবাব এল রাজভবন থেকে। বুধবার রাতে দু’টি লিখিত বিবৃতি প্রকাশ করেছে রাজভবন।
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করে বাংলার রাজꦏ্যপাল সিভি আনন্দ বোসের উপর চাপ বাড়ালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপালকে স্মরণ করিয়ে দিলেন, বাংলায়ও অন্তত ২৩টি বিল বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পরও রাজ্যপালের অনুমোদন পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে রাজভবনে পড়ে আছে। 💃এই বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যদি রাজ্যপালের মনে হয় বিলগুলিতে কোনও সমস্যা আছে, তাহলে তো তিনি রাজ্যের অ্য়াডভোকেট জেনারেলের পরামর্শ নিতে পারেন। রাজ্যপালের এই বিষয়ে আরও একটু নজর দেওয়া উচিত।’ তবে রাজভবন যে বিবৃতি দিয়েছে সেখানে স্পিকার বা রাজ্য সরকারের কোনও কথা উল্লেখ করা নেই। বরং সংবাদমাধ্যমের খবরের জেরেই রাজভবন থেকে আটকে থাকা বিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা হচ্ছে সেটা জানানো হয়েছে।
আরও পড়ুন: চাকরিহারাদের নবান্ন অভিযানে যোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, থাকতে পারেন শুভেন্দুও