নিষিদ্ধ শব্দবাজি রুখতে গোটা দেশজুড়েই একেবারে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। দিল্লিতে শব্দবাজি মজুত বা বিক্রি করলে জরিমানার কথা উল্লেখ করা হয়েছে। তবে শুধু রাজধানী দিল্লি নয়, শব্দবাজি রুখতে কড়া ব্য়বস্থা নেওয়া হচ্ছে বাংলাতেও। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গ দুষণ নিয়ন্ত্রণ পর্ষদ সবুজ আতসবাজি ব্যবহারের উপর জোর দিচ্ছে। এক্ষেত্রে সবুজ আতসবাজি ব্যবহারের ক্ষেত্রে সময়সীমাও নির্ধা🐻রন করে দিয়েছে পর্ষদ।
পর্ষদের তরফে জানানো হয়েছে, সবুজ আতসবাজি ব্যবহারের অনুমোদিত সময়সীমা নিম্নরূপ:
দী꧙পাবলি উৎসবে সন্ধ্যা ৮টা থেকে🔯 রাত ১০টা পর্যন্ত ২ ঘণ্টার জন্য সবুজ আতসবাজি ব্যবহার করা যাবে।
ছট পুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত অর্থ🦹াৎ ২ ঘণ্টার জন্য় সবুজ আতসবাজি ব্𒈔যবহার করা যাবে।
বড়দিন ও ইংরাজি নববর্ষের আরম্ভের সময়তেও সবুজ আতসবাজি ব্যবহারের ক্ষেত্রে ছাড় থাকছে। এক্ষেত্রে রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর🤡্যন্ত- ৩৫ মিনিটের জন্য সবুজ আতসবাজি ব্য়বহার করা যাবে বলে জানিয়েছে দুষণ নিয়ন্♈ত্রণ পর্ষদ।
পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দফতরের তরফে আবেদন করা হয়েছে, বায়ু ও শব্দ দুষণ রোধ করুন। শুধুমাত্র সবুজ আতসবাজি 🦂ব্যবহার করুন। পরিবেশবান্ধব উৎসব উদযাপনের ব্যাপারেও আবেদন করা হয়েছে।