কালবৈশাখীর ওপর ভর করে দক্ষিণবঙ্গে আপাতত শেষ হল তাপপ্রবাহ। শনিবার এক সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন পূর্বাঞ্চলীয় আবহাওয়া অধিকর্তা। সঙ্গে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে একযোগে ঝড়বৃষღ্টি চলবে বলে জানিয়েছেন তিনি।
পূর্বাভাস অনুসারে, সমুদ্র থেকে দক্ষিণবঙ্গে বায়ুমণ্ডলে♓র নিম্নস্তরে ঢুকছে প্রচুর জলীয় বাস্প। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। যার জেরে এক লাফে অনেকটা কমবে সর্বোচ্চ তাপমাত্রা। তবে ঝড়বৃষ্টিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে শনি ও রবিবার পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী বয়ে যেতಞে পারে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের ওপর দিয়ে। রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে ২ মে থেকে কলকাতা ও লাগোয়া 🌳জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।
ওদিকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি জার𝕴ি থাকবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার ও ২ মে সেখানে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুসারে ঝড়বৃষ্টির জেরে কমবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। শনিবার কলকাতার সর্ব♏োচ্চ তাপমাত্রা কমে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পা💛রে।
৫৯ দিন পর শুক্রবার সন্ধ্যায় প্রথম বৃষ্টি হয়। বৃষ্টি হয়েছে ছিঁটে ফোঁটা। তবে তাতেই স্বস্তি ফিরেছে শহরে। গোটা সপ্তাহের দহনের পর পারদ নেমেছে এক ধাক্কায়। শুক্রবার বিকেলে পর থেকে উত্তর ও দক্ষিণব💃ঙ্গের একাধিক জেলার ওপর ꦇদিয়ে বয়ে গিয়েছে প্রবল কালবৈশাখী। যার জেরে বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।