কেন্দ্রীয় টেট পাশ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কেন্দ্রীয় টে🍒ট পাশ চাকরিౠপ্রার্থীরাও। বৃহস্পতিবার এক মামলার পরিপ্রেক্ষিতে এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে পরবর্তীকালে তাঁদের চাকরির সুপারিশে চূড়ান্ত ছাড়পত্র হাই কোর্ট দেবে।
এত পর্যন্ত রাজ্যের প্রাথমিক স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় 🙈অংশ নিত🅺ে পারত না কেন্দ্রীয় টেট (সি টেট) চাকরি প্রার্থীরা। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নয়া নির্দেশের পর তাঁদের জন্য সে সুযোগ খুলে গেল। দেশের অন্যান্য রাজ্যে সিটেট উত্তীর্ণ প্রার্থীরা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারেন। কিন্তু পশ্চিমবঙ্গে সে ব্যবস্থা ছিল না। এ নিয়ে আদালতে মামলা করেন এক চাকরিপ্রার্থী। সেই মামলার শুনানিতে বৈষম্যের বিষয়টি উল্লেখ করেন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম। সব শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী।
কেন্দ্রীয় সরকারের অন্তর্গত স্কুলগুল🌳ি শিক্ষকতা করার জন্য সিটেট পরীক্ষায় পাশ করতে হয়। সিটেট একটি কেন্দ্রীয় পরীক্ষা যার পরিচালনা করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। এই পরীক্ষায় পাশ করলে পরীক্ষার্থীরা কেন্দ্রীয় সরকারের অন্তর্গত স্কুলগুলি শিক্ষকতা করার জন্য আবেদন করতে পারেন। এই পরীক্ষা কতকটা রাজ্যের টেট পরীক্ষার মত। পরীক্ষায় পাশ করলে অন্যান্য রাজ্যে স্কুলে শিক্ষকতা করার জন্য আবেদন করা যায়। কিন্তু এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা করা যেত না। তবে এবার হাইকোর্টের নির্দেশে রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।