সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ চলছে। তবে এখনও পর্যন্ত উপাচার্য নিয়োগ করা সম্ভব হয়নি স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। উপাচার্য পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রার্থীর ইন্টারভিউ হয়ে♔ছে। তবে যোগ্য প্রার্থী না মেলায় বিশ্ববিদ্যালয় দুটিতে উপাচার্য নিয়োগ সম্ভব হয়নি। এই অবস্থায় ফের বিজ্ঞপ্তি দিল উচ্চশিক্ষা দফতর।
আরও পড়ুন: ইন্টারভিউয়ের পরেও VC পেল না স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, জারি হব꧂ে বিজ্ঞপ্তি
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই উপাচার্য নিয়োগ হয়েছে। বাকি রয়েছে শুধু মাত্র এই দুটি বিশ্ববিদ্যালয়ে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে উপাচার্য পদপ্রার্থীদের নামের তালিকা মুখ্যমন্ত্রীর দফতরে জমা দেওয়া হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী সেই তালিকা থেকে নাম বাছাই করে রাজ্যপালের কাছে পাঠাবেন। তাতে রাজ্যপাল অনুমোদন দেবেন। তবে রাজ্যপাল তথা আচার্যের আপত্তি থাক♎লে সেটা ফের সুপ্রিম কোর্টে বিবেচনার জন্য যাবে।
উল্লেখ্য, ২০২৩ সালের অগস্ট থেকে ফাঁকা রয়েছে🅺 স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি। সেই শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে শেষ পর্যন্ত উপাচার্য হিসেবে কাউকে নিয়োগ করা যায়নি। জানা গিয়েছে, যে সমস্ত প্রার্থীদের উপাচার্য পদে জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছে তাঁদের কাউকেই যোগ্য বলে মনে হয়নি সার্চ কমিটির। সেই কারণেই এ💎খনও এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি ফাঁকা রয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুল😼িতে উপাচার্য নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে সার্চ কমিটি গঠন হয়েছে। সেই সার্চ কমিটি এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য ৮ জন প্রার্থীর ইন্টারভিউ নিয়েছিল। এই সব আবেদনকারীদের মধ্যে ছিলেন প্রাক্তন উ🥂পাচার্য-সহ বিভিন্ন শহর ও জেলার সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা। তবে এদের কাউকেই উপাচার্য পদের যোগ্য বলে মনে হয়নি সার্চ কমিটির। সেই কারণেই এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা যায়নি।
এর আগে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সুহৃতা পাল। তিনি বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ছিলেন। তবে তা༒ঁকে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে এবং স্বজন পোষণের অভিযোগ তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোস ২০২৩ সালের অগস্টে তাঁকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেন। তারপর থেকেই এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি ফাঁকা রয়েছে।