অ্যাঞ্জিওপ্লাস্টির পর কেমন আছেন? সেই বিষয়ে খোঁজ নিতে রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র মারফত এমনই খবর মিলেছে। তবে সৌরভের পরিবার বা উডল্যান্ডস হাসপাতালের তরফে সে বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।সূত্রের খবর, রবিবার সকালের দিকে সৌরভের একটি ব্যক্তিগত নম্বরে ফোন করেন মোদী। সৌরভের স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিতভাবে খোঁজখবর নেন। কোনও কিছু প্রয়োজন আছে কিনা, সে বিষয়ে জানতে চান। প্রয়োজনে বিদেশে গিয়েও চিকিৎসার বন্দোবস্ত করার পরামর্শ দেন মোদী। দু'জনের মধ্যে কয়েক মিনিটের মতো কথা হয়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। সৌরভের স্ত্রী ডোনার সঙ্গেও কথা হয় মোদীর। যদিও সে বিষয়ে সৌরভের পরিবারের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। ব্যক্তিগত স্তরে কথা হওয়ায় হাসপাতালের তরফেও কোনও মন্তব্য করা হয়নি বলে সংশ্লিষ্ট মহলের বক্তব্য।এমনিতে হাসপাতাল সূত্রে খবর, শনিবার দুপুরে সৌরভ হাসপাতালে ভরতির পর থেকেই অসংখ্য ফোন আসছে। ফোন করেছিলেন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়রা। তবে সৌরভ আপাতত সেভাবে ফোন ব্যবহার করছেন না। যাঁরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, শুধুমাত্র তাঁদের সঙ্গেই নিজে কথা বলছেন সৌরভ। নাহলে পরিবারের সদস্যরা ফোন সামলাচ্ছেন।তারইমধ্যে রবিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, চিকিৎসায় ভালোভাবেই সাড়া দিচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট। গল্প করছেন। কাগজ পড়েছেন। বিশেষজ্ঞ মেডিক্যাল টিম যেমন আশা করেছিল, সেই মতো শারীরিক উন্নতি হচ্ছে। তবে সৌরভের বাকি যে দুটি ধমনীতে ব্লকেজ আছে, তাতে বাইপাস সার্জারি না করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল। তাতে স্টেন্ট বসানো হবে। সে বিষয়ে আগামিকাল (সোমবার) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আট সদস্যের মেডিক্যাল বোর্ড।তবে সৌরভকে স্থানান্তরিত করার বিষয়ে রবিবার দুপুরের দিকে দাদা স্নেহাশিস জানান, বিসিসিআই প্রেসিডেন্টকে অন্য কোথাও নিয়ে যাওয়ার কোনও ভাবনা নেই। সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান সৌরভের দাদা।