উচ্চমাধ্যমিকের মূল্যায়নের জন্য প্রস্তাব দিয়ে রিপোর্ট জমা করেছিল উচ্চমাধ্যমিক শিꦇক্ষা সংসদ। তবে সেই রিপোর্ট নিয়ে সন্তুষ্ট নয় রাজ্য সরকার। জানা গিয়েছে, নয়া প্রস্তাব সমেত ফের একবার রিপোর্ট জমা করতে বলা হল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে। এর আগে গত বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রস্তাব জানিয়ে রিপোর্ট জমা দিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে। তবে সেই রিপোর্টে অসন্তোষ প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
উল্লেখ্য, সরকারের নির্দেশের পর মঙ্গলবার দীর্ঘক্ষণ বৈঠক করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। যদিও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিকদের বলেছিলেন, 'দু-একদিনের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল্যায🌊়ন নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ডগুলি। আমি চাই ছাত্রছাত্রীরা যাতে বিপদে না পড়ে। সবদিক খতিয়ে দেখে শিক্ষা দফতরকে সিদ্ধান্ত ন💫িতে বলব।'
এদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করলেও মধ𒁃্যশিক্ষা পর্ষদের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট রাজ্য সরকার। এর আগে করোনা আবহে বাতিল হয় চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। এর আগে মুখ্যমন্ত🍸্রী জানিয়েছিলেন, বিশেষজ্ঞ কমিটি পরীক্ষা না নেওয়ার কথা জানিয়েছে। পরীক্ষা হওয়া বা না হওয়া নিয়ে মতামত জানিয়ে প্রচুর মানুষ ইমেল করেন। এরপরই পরীক্ষা বাতিলের ঘোষণা করেন মমতা।