মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য টেস্ট পেপারের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার। টেস্ট পেপার প্রসঙ্গ পর্ষদ সভাপতি জানিয়েছেন, যারা এবার মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের জন্য সহায়ক হবে এই টেস্ট পেপার। এবার বাছাই করা প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে টেস্ট পেপার। সংশ্লিষ্ট স্কুল থেকে ছাত্রছাত্রীরা বিনামূল্যে এই টেস্ট পেপার পাবেন। চলতি অথবা আগামী সপ্তাহ থেকেই ছাত্রছাত্রীরা স্কুল থেকে এই টেস্ট পেপার সংগ্রহ করতে পারবেন। বিভিন্ন জেলাতেও এই টেস্ট পেপার বিতরণের কাজ শুরু হয়ে গিয়েছে।মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য দিন নিয়েও ইঙ্গিত দিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়। তিনি জানিয়েছেন, ৭ই মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। আমাদের প্রস্তুতি ঠিকই আছে। এখনও সময় আছে। আমাদের ধারণা করোনা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে পরীক্ষা দোরগোড়ায় হলেও করোনা পরিস্থিতিতে সিলেবাস শেষ করা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে। বহু ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের পড়া বোঝার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সেই সমস্যা দূর করতে টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হয়েছে। মূলত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য এই টেলিভিশনে ক্লাস নেওয়া হবে। আগামী সপ্তাহ থেকেই এই ধরনের ক্লাস শুরু হতে পারে। বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা সিলেবাস বা পড়ার ক্ষেত্রে কোথাও কোনও খটকা লাগলে তা নিয়ে প্রশ্ন করতে পারবেন।