মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল রেজিমেন্ট। ভারতীয় সেনায় প্রথম এই ধরনের রেজিমেন্ট গড়ে তোলা হল। ইস্টার্ন কমান্ডের অধীন কাজ করবে এই রেজিমেন্ট। ভারত- চিন সীমান্তকে ঘিরে কোথাও যাতে সুরক্ষার ক্ষেত্রে ফাঁক না থাকে সেটাই নিশ্চিত করতে চাইছে ভারতীয় সেনা। সেনা পূর্বাঞ্চলের সদর দফতর কলকাতার ফোর্ট উইলিয়ামের মাধ্যমে এই রেজিমেন্ট পরিচালিত 🦩হবে। এই ধরনের সিস্টেম অভ্র উইপন সিস্টেম নামেও পরিচিত। একেবারে দেশিয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে এই সিস্টেম। আসলে প্রতিরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভরতার উপর বিশেষভাবে জোর দিয়েছে ভারত। তারই অঙ্গ হিসাবে তৈরি হয়েছে এই দেশিয় প্রযুক্তি নির্ভর নয়া সিস্টেম।
লেফটেনান্ট জেনারেল আরপি কালিটা জান🐷িয়েছেন, দেশের প্রতিরক💫্ষা ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হল এই উদ্যোগ। আত্মনির্ভর ভারতের ধারনাকে এগিয়ে নিয়ে যেতে, প্রতিরক্ষা ক্ষেত্রে দেশিয় প্রযুক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে এই পদক্ষেপ অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন পদস্থ সেনা আধিকারিকরা।
স্থল, জল, আকাশ তিনটি ক্ষেত্রে ভারত প্রতিরক্ষাক্ষেত্রে বিগতদিনের তুলনায় এগিয়🐭ে গিয়েছে অনেকটাই। একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা। একদিকে যখন নতুন নতুন চ্যালেঞ্জ আসছে ভারতের সামনে তখনই প্রতিরক্ষা ক্ষেত্রকে সব দিক থেকে মজবুত করার উদ্যোগ।
উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার ক্ষেত্রে অত্য়ন্ত কার্যকরী হবে এই সিস্টেম। এমনটাই মনে করা হচ্ছে। সিকিম ও অরুণাচল প🍬্রদেশে এই রেজিমেন্টকে পরিচালিত করা হবে। চিন সীমান্তে ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করতেও কার্যকরী ভূমিকা নেবে এই নয়া রেজিমেন্ট।
আত্মনির্ভর ভারত। ভারতেই তৈরি হচ্ছে প্রতিরক্ষা সরঞ্♚জাম। সেই সরঞ্জামই অনেক ক্ষেত্রে শক্তিশালী করছে ভারতকে। বিদেশ থেকে সেই অস্ত্র আমদানি ধীরে ধীরে কমছে। সেই নিরিখে নিত্যনতুন পদক্ষেপ নিচ্ছে ভারতীয় সেনা। ভারতীয় প্🥀রতিরক্ষা দফতর।
সীমান্তে যখন চোখ রাঙানোর চেষ্টা করে ভারত তখন তার পালটা পদক্ষপ নেয় ভারতের প্রতিরক্ষা দফতর। আত্মশক্তিতে বলীয়ান ভারতীয় সেনা এর আগেও বার বার তাদের দক্ষতা,সাহসিকতার নজির রেখেছে। তবে ওয়াকিবহাল মহলের মতে, বর্তমানে শুধু সেনা বহর দিয়ে নয়, শত্রুকে মোকꦍাবিলার পদ্ধতি অনেকটাই বদলে গিয়েছে। গোটা বিষয়টি হয়ে যাচ্ছে প্রযুক্তি নির্ভর। উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে আরও নিশ্ছিদ্র নিরাপত্তা তৈরি হয়েছে ভারত জু়ড়ে।
এই খবরটি আপনি পড💜়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //💫htipad.onelink.me/277p/p7me4aup