'জীবন সংগ্রামের মধ্যে দিয়েই বড় 🍎কিছু তৈরি হয়'- যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত শতরানের পরে অ্যাডাম গিলক্রিস্টের সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। রবিবার পার্থে ভারতের দ্বিতীয় ইনিংসে যশস্বী যখন নিজের শতরান পূরণ করেন, তখন কমেন্ট্রি বক্সে ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার গিলক্রিস্ট। ভাইরাল হয়েছে আরও একাধিক ভিডিয়ো। তারইমধ্যে টেস্টের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে বিশেষ নজির গড়ে ফেলেছেন যশস্বী। গ্রেম স্মিথের পরে টেস্টের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের প্রথম চারটি শতরানের ক্ষেত্রেই ১৫০ রানের গণ্ডি পার করেছেন ভারতীয় তরুণ। স্বভাবতই ভারত এবং এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে সেই নজির গড়েছেন।
আর সেইসব যাবতীয় নজির গড়েছেন অস্ট্রেলিয়ায় নিজের দ্বিতীয় টেস্ট ইনিংসে। পার্থে𝓀 প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ২৯৭ বলে ১৬১ রান করেন। ১৫টি চার এবং তিনটি ছক্কা মারেন। সেই তিনটি ছক্কার মধ্যে এক꧑টি মেরেই শতরান পূরণ করেন ভারতীয় তরুণ।
'আভিজাত্যের সঙ্গে নিজেকে মেলে ধরল ও', অভিভূত গিলি
৬২ তম ওভারের পঞ্চম বলে বাউন্সারটা ফাইন লেগের উপর দিয়ে তুলে দেন যশস্বী। একেবারে বাউন্ডারি মার্কারের উপরে গিয়ে বলꦑটা পড়ে। তৃতীয় আম্পায়ার দেখেন যে ছক্কা হয়েছে কিনা। আর তারপরই কমেন্ট্রি বক্সে গিলক্রিস্ট বলেন, ‘এটা ছক্কা। আর টেস্টে এক তরুণের এটা চতুর্থ সেঞ্চুরি। যে প্রচুর খ্যাতি নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছে। জীবন সংগ্রামের মধ্যে দিয়েই বড় কিছু তৈরি হয়। আভিজাত্যের সঙ্গে নিজেকে মেলে ধরল ও। কী দুর্ধর্ষ মুহূর্ত - যশস্বী জয়সওয়াল।’
আরও পড়ুন: ভিডিয়ো: আপার কাটে ছক্কা মেরে শতরান দামাল ছেলে যশস্বীর, মনে পড꧒়ল সেহওয়﷽াগের কথা
'বর্ডার-গাভাসকর ট্রফিতে নয়া যুগের সূচনা হল'
একই ছবি ধরা পড়ে সেন ক্রিকেটের কমেন্ট্রি বক্সেও। মূলত অস্ট্রেলিয়ানরা থাকলে তাঁরাও উচ্ছ্বাসে ফেটে পড়েন। এক ধারাভাষ্যকার বলতে থাকেন, 'মাঠে হেলমেট এবং ব্যাট রেখে যুদ্ধ জয়ের মতো দু'হাত তুলল ও। দেখে মনে হচ্ছে যে বর্ডার-গাভাসকর ট্রফিতে নয়া যুগের সূচনা হল। আর সেটার মুখ্য চরিত্রে আছে জয়সওয়াল। হ্যাঁ, হচ্ছে সেটা।' অপর একজন বলতে থাকেন, শুধু শতরান করাটাই নয়, যে ঔদ্ধত্যপূর্ণ শট খেলে জয়সওয়াল শতরানܫ পূরণ করলেন, তা দেখার মতো।
যশস্বীর ৪ টেস্ট সেঞ্চুরির ইনিংস
আর ধারাভাষ্যকারদর সেই প্রশংসার দাম দিয়ে ১৫০ রানও পূরণ করেন যশস্বী। সেইসঙ্গে বিরল নজির গড়ে ফেলেন। এখনও পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছেন যশস্বী। করেছেন চারটি শতরান। প্রথম শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০২৩ সালের জুলাই ক্যারিবিয়ান সফরে ১৭১ রান করেছিলেন। দ্বিতীয় শতরান এসেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। সেটা শুধু শতরান ছিল না, চলতি বছরের ফেব্রু𓆉য়ারিতে ঘ🥂রের মাঠে ২০৯ রান করেছিলেন। ১৩ দিন পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ২১৪ রান করেছিলেন যশস্বী। আর এবার অস্ট্রেলিয়ায় ১৬১ রান করলেন।
আরও পড়ুন: BGT 2024-25: আগুন যশস্বী, হিমশীতল রাহুল, ভাঙল ৩৮ বছরের রেকর্ড🍌, প্রথমবার অজিভূমে ওপেনিং জুটিতে ২০০