সংসদের শীতকালীন অধিবেশনেই পেশ হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল। এমনই দাবি করা হল রিপোর্টে। সম্প্রতি একটি তালিকার ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, একটি অর্থনৈতিক বিল সহ মোট ১৭টি বিল সংসদে উপস্থাপন করা হতে পারে বলে তাতে দাবি করা হয়েছে। সেই তালিকাতেই রয়েছে 'ওয়াকফ সংশোধনী বিল ২০২৪'। এদিকে অপর এক রিপোর্ট অনুযায়ী, কয়েকদিন আগে নাকি কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজুজুও দাবি করেছিলেন, শীতাকলীন অধিবেশেনই ওয়াকফ সংশোধনী বিল পাস করানো হবে। (আরও পড়ুন: আদানির বাড়িতে তলব নোটিশ মার্কিন SEC-র, ঘুষ কাণ🐼্ডে এবার কী করবেন গৌতম?)
আরও পড়ুন: আশায় বুক বেঁধে থাকা সরকারি কর্মীর𝓰া খেলেন জোর ধাক্কা, প্রকাশ্যে নয়া আপডꦕেট
আরও পড়ুন: বাড়তে চলেছে লেন, মেট্রোপলিটানে আরও ﷽চওড়া হবে ইএম বাౠইপাস সড়ক
উল্লেখ্য, শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে ওয়াকফ সংশোধনী বিলের ওপর রিপোর্ট জমা দেওয়ার কথা যৌথ সংসদীয় কমিটির। এর আগে কমিটির বৈঠক উত্তাল হয়েছিল। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত কেটেছিল। কমিটির চেয়ারপার্সন জগদম্বিকা পালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। এই আবহে সংসদেও ওয়াকফ সংশোধনী বিল পেশ করা হলে তা নিয়ে বিরোধীরা সংসদ অচল করার চেষ্টা করবেন বলে আশঙ্কা করা হচ্ছে। (আরও পড়ুন: মিটবে বকেꦯয়া ডিএ-র 'জ্বালা', শীঘ্রই ১৮৬% 'লাভ' হবে সরকারি কর্মীদের?)
আরও পড়ুন: সু♏কান্তকে 'পার্টটাইম সভাপতি' আখ্যা, তথাগত বললেন, '…মমতা চিরকাল শাসন করবেন'
এদিকে মহারাষ্ট্রে জয় পেয়ে গতকালই নিজের ভাষণে ওয়াকফ নিয়ে সরব হয়েছিলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধী পরিবারের বিরুদ্ধে তোপ দেগে মোদী অভিযোগ করেন, 'জাতিভেদ এবং বিভাজনের বিষ ছড়ানো হচ্ছে।' তিনি বলেন, 'সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস।' ওয়াকফ আইনকে 'কংগ্রেসের তোষণের রাজনীতির উদাহরণ' হিসাবে আখ্যা দেন মোদী। তিনি বলেন, 'সত্যিকারের ধর্মনিরপেক্ষতাকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করেছিল কংগ্রেস। সংবিধানে ওয়াকফ আইনের কোনও স্থান নেই।' (আরও পড়ুন: আম🐎াদের কোনও পোর্টফোলিও সং🗹স্থার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই: আদানি গ্রুপের CFO)
এদিকে কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের পাল্টা একটি বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিকে রাজ্যের ওই বিলে কী আছে সেটা জানতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এই বিল নিয়ে বিধানসভার সচিবালয় এবং রাজ্যের আইন ও পরিষদীয় দফতরের মধ্যে আলোচনা হয়েছে। বিল নিয়ে আলোচনার বিষয়বস্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো🔴পাধ্যায়কে জানানো হয়েছে। এই আবহে রাজ্যের থেকে নাকি দিল্লি জানতে চেয়েছে - মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের জন্য কী কী ঘোষণা করবেন? মুখ্যমন্ত্রী কি ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে যাবেন? এদিকে অধিবেশনের আগে কার্যবিবরণী কমিটির বৈঠকে বিলটি বিধানসভায় আনবে রাজ্য সরকার। তারপরে বিলের খসড়া বিরোধী দলগুলিকেও দেওয়া হবে। এদিকে ওয়াকফের ওই বিলটি বিধা🥀নসভায় কোনও মুসলিম বিধায়ককে দিয়ে পেশ করার ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের। অপরদিকে বিজেপির পরিষদীয় দল ওই বিলের বিষয়ে নজর রাখছে।