এবারও সংরক্ষণ করা হবে বড়িশা ক্লাবের প্রতিমা। সূত্রের খবর, জিন্দল গোষ্ঠীর কর্তাদের সঙ্গে এব্য়াপারে ক্লাব কর্তৃপক্ষের কথাবার্তা অনেক🧸টাই এগিয়েছে। নিউটাউনে জিন্দলের উদ্যোগে একটি সংগ্রহশালা করা হচ্ছে। সেখানেই স্থায়ীভাবে প্রতিমাটিকে রাখা হবে। তবে প্রতিমাটিকে আপাতত জিন্দলের শালবনির একটি দফতরে সংরক্ষণ করা হবে। সংগ্রহশালাটি তৈরি হয়ে গেলে সেখানেই এটিকে পাকাপাকিভাবে রাখা হবে। সব দিক ঠিকঠাক থাকলে আগামী ১৭ই অক্টোবর প্রতিমাটিকে পুজো প্রাঙ্গন থেকে নিয়ে যাবে জিন্দল গোষ্ঠী। খোদ মুখ্য়মন্ত্রী প্রশংসা করেছিলেন এই মূর্তির। কিন্তু কীভাবে ভাগের মাকে সংরক্ষণ করার কথা মাথাౠয় এল জিন্দল গোষ্ঠীর?
ক্লাব সূত্রে খবর, এবার বড়িশা ক্লাবে পুজো দেখতে এসেছিলেন জিন্দল পরিবারের সদস্যা সঙ্গীতা জিন্দল। প্রতিমার গঠনশৈলী, ভাবনা দেখে মন ভরে যায় তাঁর। প্রতিমাটিকে সংরক্ষণ করার ব্যাপারে আগ্রহ দেখান তিনি। এরপরই এ⛄নিয়ে কথাবার্তা এগোতে থাকে। এরপর আলোচনার মাধ্যমে মুর্তিটিকে সংগ্রহশালায় রাখার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে গত কয়েকবছর ধরে ভাবনার অভিনবত্বে বিশেষ মর্যাদা পেয়েছে বড়িশার পুজো। ২০১৯ ও ২০২০ সালের বড়িশা ক্লাবের প্রতিমা নিয়েছিল রাজ্য সরকার। সেই প্রতিমার একটি রয়েছে ইকো পার্কে। অপর প্রতিমাটি রয়েছে নিউটাউনের রাস্তায়। এবারের থিম, ভাগের মা। সেই থিমের ঠাকুরকেই এবার সংরক্ষণ করবে জিন্দল গোষ্ঠী।