দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে সরব𒐪 হল দেশের পড়ুয়া ও শ🍨িক্ষক মহল। মুম্বই, কলকাতা, দিল্লি, আলিগড়, পুনের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদে সামিল হন।
আরও পড়ুন'হাতে লাঠি-রড়, মুখোশ পরে ক🌄্যাম্পাসে দাপাচ্ছে দুষ্কৃতীরা', অভিযোগ JNU পড়ুয়া💛দের
সন্ধ্যায় জেএনইউতে তাণ্ডবের পরে গতরাত ১০টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট থেকে মিছিল শুরু করেন পড়ুয়ারা। মিছিলে পা মেলান বহু প্রাক্তনী-সহ অধ্যাপকরাও। মিছিল থেকে বিজেপি ও এবিভিপি বিরোধী স্লোগান ওঠে। পোড়ানো হয় বিজেপির পতাকা। জেএনইউয়ে হামলার নিন্দা করে যাদবপুরের শিক্ষক সংগঠন জুটা। সংগঠনের সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই যদি পড়ুয়ারা সুরক্ষিত না থাকেন, তাহলে সভ্য সমাজে বাস করছি🅘 ব🔯লে আমরা কীভাবে দাবি করতে পারি? এরকম ঘটনায় আমরা আতঙ্কিত ও হতবাক।'
দিল্লির জওহরলাল নেহরুꦍ বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে সরব হল দেশের পড়ুয়া ও শিক্ষক মহল। মুম্বই, কলকাতা, দিল্লি, আলিগড়, পুনের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদে সামিল হন।
আরও পড়ুন'হাতে লাঠি-রড়, মুখোশ পরে ক্যাম্পাসে দাপ🔯াচ্ছে দুষ্কৃতীরা', অভিযোগ JNU পড়ুয়াদের
সন্ধ্যায় জেএনইউতে তাণ্ডবের পরে গতরাত ১০টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়🐓ের চার নম্বর গেট থেকে মিছিল শুরু করেন পড়ুয়ারা। মিছিলে পা মেলান বহু প্রাক্তনী-সহ🥀 অধ্যাপকরাও। মিছিল থেকে বিজেপি ও এবিভিপি বিরোধী স্লোগান ওঠে। পোড়ানো হয় বিজেপির পতাকা। জেএনইউয়ে হামলার নিন্দা করে যাদবপুরের শিক্ষক সংগঠন জুটা। সংগঠনের সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই যদি পড়ুয়ারা সুরক্ষিত না থাকেন, তাহলে সভ্য সমাজে বাস করছি বলে আমরা কীভাবে দাবি করতে পারি? এরকম ঘটনায় আমরা আতঙ্কিত ও হতবাক।'
আরও পড়ুন : 'এই JNU-কে আমি চিনি না', বললে🦩ন প্রাক্তনী নির্মলা সীতারমন
জেএনইউয়ের ঘটনার প্রতিবাদে সামিল হন মুম্বইয়ের পড়ুয়ারা। গেটওয়ে অফ ইন্ডিয়ার অদূরে তাজমহল প্যালেসের কাছে জমায়েত হয়ে ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা করেন তাঁরা। মোমবাতি মিছিল করা হয়🧔। মিছিলে হাঁটেন জেএনইউ প্রাক্তনী উমদ খালিদও।