জুনিয়র ডাক্তারদের ‘চোকার্স’ বলে আক্রমণ শানালেন বঙ্গ ব♓িজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন এবং তারপর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের বাবা ও মায়ের ‘কথায়’ আমরণ অনশন তুলে নেন, সেটার প্রেক𓆉্ষিতে সুকান্ত বলেন, ‘আমার মতে, (জুনিয়র ডাক্তাররা) সাউথ আফ্রিকা হয়ে গিয়েছেন। শেষপর্যন্ত সেমিফাইনালে গিয়ে হেরে যাচ্ছেন। একদম চোকার্স যাকে আর কী। তো সেটাই হচ্ছে।’
‘মূল অভিযুক্ত’ মমতার সঙ্গে মিটিং, কটাক্ষ সুকান্তের
কেন জুনিয়র ডাক্তারদের ‘চোকার্স’ বললেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন সুকান্ত। বঙ্গ বিজেপির সভাপকি বলেন, ‘ডাক্তাররা (মুখ্যমন্ত্রীকে) চেনেন কিনা, জানি না। কিন্তু আমরা তো হাড়ে-হাড়ে চিনি। ওঁনার মিথ্যা কথায় যদি ডাক্তারবাবুরা ভুলে যান....। আর তাঁর সঙ্গেই মিটিং করতে যাচ্ছেন, যিনি মূল অভিযুক্ত। যিনি মূল অভিযুক্ত, তাঁর সঙ্গে আপনারা মিটিং করছেন জাস্টিস পাওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিস্টে✱মের বলিই তো সেই বোন আমার।’
সেইসঙ্গে সুকান্ত বলেন, ‘বাংলার যে মেয়েটি এমনি সরকারি এলাকার মধ্যে সরকারি ডিউটি করা অবস্থায় ধর্ষিতা এবং খুন হলেন, সেই সিস্টেমের জনꦡক কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারবাবুরা বলছেন থ্রেট কালচার। সেই থ্রেট কালচারের জনক কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তার থেকে মুক্তি পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সেটার যা ফল হওয়ার, তাই হয়েছে।’
তবে শুধু সুকান্ত নন, জুনিয়র ডাক্তারদের আক্রমণও শানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অপমৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আলো🐬চনায় বসেছিলেন ডাক্তাররা, সেটা 'মানুষ' ভালোভাবে নেননি। পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল বিজেপিকে বাদ দিয়ে কোনও আন্দোলন হতে পারে না। ‘ছাত্র সমাজ’ যে নবান্ন অভিযানে যোগ দেননি, তা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু।
রাজনৈতিক তল না পেয়ে ডাক্তারদের আক্রমণ?
আর শুভেন্দুর সেই মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে যে তাহলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কোনও তল না পেয়েই কি তাঁদের ‘চোকার্স’ বলছে বিজেপি? জুনিয়র ড🅠াক্তাররা নিজের আন্দোলনের ধারেকাছে বিজেপিকে ঘেঁষতে দেননি। ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েছেন অভিজিৎ গঙ্গো🥀পাধ্যায়, অগ্নিমিত্রা পালরা। আর সেজন্যই বিজেপি জুনিয়র ডাক্তারদের আক্রমণ শানাচ্ছে কিনা, সেই প্রশ্ন উঠছে।
মমতাকে গ্রেগ চ্যাপেল বলেও আক্রমণ
তারইমধ্যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরোধী যে আরও একটা সংগঠন তৈরি হয়েছে, তা তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট বলে দাবি করেছেন সুকান্ত। তিনি বলেন, ‘এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গেমপ্ল্যানে খেলছে।🦂 গ্রেগ চ্যাপেলের মতো এখানে কোচ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’