২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছে তাপস কুমার মণ্ডল, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ সহ অনেকেই। নিয়োগ দুর্নীতিতে এই তিনজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই আদালতে বিভিন্ন সময় জানিয়েছে সিবিআই। মূলত অতিরিক্ত মেধা তালিকা সংক্রান্ত বিষয়ে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সিবিআই ৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়নি। এবার ওই তিনজনের বিরুদ্ধে দ্রুত চার্জ গঠন করার নির্দেশ দিল♕েন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কতদিনে🐻র মধ্যে চার্জ গঠন করতে হবে? সে বিষয়টিও নির্দিষ্ট করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: ঘুরপথে ফ্ল্যাট বিক্🐈রির চেষ্টা, কুন্তল ঘোষের আবাসনে হানা EDর
মঙ্গলবার মামলার শুনানিতে মুখ বন্ধ খামে কলকাতা🌜 হাইকোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই। তাতে জানানো হয়েছে, তিন জনের বিরুদ্ধে গত মাসে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এর পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনজনের বিরুদ্ধে চার্জগঠন করার নির্দেশ দেন। বিচারপতির আশঙ্কা তিনজনে বিচার প্রক্রিয়া দেরি করার চেষ্টা করছেন। সেই কারণে অবিলম্বে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী ১৪ জানুয়ারির মধ্যে তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও নির্দেশ দিয়েছেন এই তিনজন নিম্ন আদালতে কোন🧸ও আবেদন করলে হাইকোর্টে তা জানাতে হবে। নিম্ন আদালত আবেদন শুনতে পারবে না। এদিন সিবিআইয়ের কাছে বিচারপতি জানতে চান কেন চার্জ গঠন করা হচ্ছে না? তখন সিবিআইয়ের তরফে জানানো হয়, কিছু মামলাকারী মামলা করার ফলে তা সম্ভব হচ্ছে না। ১১ জানুয়ারির মধ্যে মামলার অগ্রগতি সংক্রান্ত তথ্য আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে, এই মামলায় ধৃত পার্থ সেন, কৌশিক মাঝির বিরুদ্ধে আগামী ১৪ জানুয়ারির মধ্যে চার্জশিট দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, কুন্তল ঘোষকে গ্রেফতারের পর তিনি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তার অভিযোগ ছিল, কেন্দ্রীয় সংস্থা তাকে হেনস্থা করছে। সে𝕴ই সংক্রান্ত মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।