তাপস মণ্ডলই প্রথম কালীঘাটের কাকুর সঙ্গে এই বাংলার পরিচয় করিয়েছিলেন । তিনি সুজয় কৃষ্ণ ভদ্র। এবার সেই কাকুর সঙ্গে আবার নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত♎ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগের কথা সামনে আসছে। আগেই শোনা গিয়েছিল সুজয়কৃষ্ণ শান্তনুর স্ত্রীর সংস্থায় ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন।
পরে জানা যায় শান্তনু জায়া প্রিয়াঙ্কার সংস্থায় দোকান করার জন্য এই বিপুল টাকা বিনিয়োগ করেছিলেন সুজয়কৃষ্ণ। তবে এবা🅰র সেই কালীꦅঘাটের কাকু একটি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন। তিনি বলেন, শান্তনু আমাকে বলেছিল আমরা একটি জায়গা ডেভেলপ করছি, যদি আপনি নেন…।ওদের প্রস্তাবে আমি ৪০ লক্ষ টাকা দিয়ে ১২০০ বর্গফুটের প্লট কিনেছিলাম ব্যবসার উদ্দেশে। ধাবা বা রেস্তরাঁ করার উদ্দেশ্য ছিল আমার। বলছেন কালীঘাটের কাকু। একটি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন তিনি।
এর সঙ্গেই তিনি জানিয়েছেন, তিনি চেকে টাকা দিয়েছিলেন। দুর্নীতির সঙ্গে এর কোনও যোগ নেই। কালো টাকা সাদা করতে চাইলে নগদে দিতাম। এভাবে দুর্নীতির কাদা যে তাঁর জামাতে নেই সেকথা আগেই জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। ইতিমধ্যেই কেন্দ্রীয় 🌜তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছিলেন তিনি। পরে তিনি নানা নথিও 💃জমা দেন। তবে তার মধ্যেই শান্তনুর সঙ্গে তার যোগাযোগের কথা সামনে আসছে। দোকান নেবেন বলেই সুজয়কৃষ্ণ দুদফায় টাকা দিয়েছিলেন বলে খবর।
এদিকে এর আগে শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের বিরাট রেস্তরাঁর কথা সামনে এসেছিল। এবার প্রিয়াঙ্কার যে সংস্থায় অংশীদারিত্ব ছিল সেখানে আবার ধাবা করার প্ল্যান করেছিলেন কালীঘাটের কাকু। অনেকেই এন✤িয়ে এবার দুয়ে দুয়ে চার করতে শুরু করেছেন।
সূত্রের খবর, চন্দননগরের সত্যপীর তলায় প্রিয়াঙ্কাদের নির্মাণ সংস্থা বহুতল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। সেখানেই ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্💝র। দুদফায় তিনি টাকা দিয়েছিলেন বলে সূত্রের খবর।
কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে এত ༒বিপুল টাকা কোথা থেকে পেলেন সুজয় কৃষ্ণ? এর সঙ্গেই প্রশ্ন আর কোথাও কি এরকম মোটা টাকা বিনিয়োগ করেছিলে൲ন কালীঘাটের কাকু? সেই প্রশ্নটাও উঠতে শুরু করেছে।
তবে শুধু সুজয়কৃষ্ণ ভদ্র নয়𝔉, কেলেঙ্কারিতে একের পর এক ব্যক্তির নাম প্রকাশ্য়ে সামনে আসছে। শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের বিপুল সম্পত্তির কথা ক্রমেই প্রকাশ্য🦹ে আসছে। এর সঙ্গেই কুন্তল ঘোষ সম্পর্কে তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য়। গ্রেফতার হয়েছেন শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল। আর তার সম্পর্কে ইডির পর্যবেক্ষণ সোনার খনিতে আমরা ঢুকছি। এখানেই প্রশ্ন সেই সোনার খনির সঙ্গে আর কারা যুক্ত?