কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিআইডির তলবে ভবানীভবনে হাজিরা দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ভবানীভবন পৌঁছন তিনি। নীলাদ্রিশেখর দানার মেয়েকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন বলে সূত্রের খবর। বিজেপির দাব𝓰ি, এটা কোনও দুর্নীতিই নয়। নিজেদের দুর্নীতি থেকে নজর ঘোরাতে তদন্তের নামে নাটক করছে মমত💝া সরকার।
অভিযোগ, নীলাদ্রিশেখর দানার সুপারিশে তাঁর মেয়ে মৈত্রী দানাকে কল্যাণী এইমসে নিয়োগ করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে মৈত্রীকে ২ বার তাঁর বাঁকুড়ার বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে খবর, তাঁর জবাবে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। যার জেরে তলব করা হয়েছে নীলাদ্রিবাবুকে। সিআইডির তদন্তে মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ভবা𒀰নীভবনে পৌঁছন বিজেপি বিধায়ক। সেখানে তিন তলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।
‘এজেন্সি ব্যবহারে বিরোধী দলগুলির মধ্যে তৃণমূল শীর্ষে’, মানিক নিয়ে তোপ শান্তনুর
যদিও বিজেপির দাবি, কল্যাণী নিয়োগ দুর্নীতি আসলে কোনও দুর্নীতিই নয়। যে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তা এইমসের একটি বেসরকারি ঠিকাদার সংস্থায় চুক্তিভিত্তিক নিয়োগ। সেই চুক্তির মেয়াদও শেষ হয়ে গিয়েছে। বেসরকারি সংস্থায় নিয়োগ নিয়ে সরকারি সংস্থার তদন্ত করার অধিকার রয়েছে কি না তা নিয়েই প্রশ্ন তুলেছে বিজেপি। ওদিকে নীলাদ্রিশেখরবাবু জানিয়েছেন, কোনও নিয়োগের জন্য সুপারিশ করেননি তিনি। রাজ্য সরকারে𝓀র একের পর এক দুর্নীতি থেকে নজর ঘোরাতে তদন্ত তদন্ত খেলা করছে সিআইডি।