আরজি করের নির্যাতিতা চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টকে ‘ক্লিনচিট’ দ🌳িল সিবিআই। সোমবার শিয়ালদা আদালতে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই যে চার্জশিট পেশ করেছে, তাতে ময়নাতদন্তের রিপোর্টের ক্ষেত্রে কোনও কারচুপির কথা বলা হয়নি। সিবিআইয়ের প্রথম চার্জশিটে বলা হয়েছে, 'কল্যাণী এইমসের ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিলজি'-র বিভাগীয় প্রধান বলেছেন, ইনকোয়েস্ট প্রক্রিয়া এবং পোস্ট-মর্টেমের ভিডিয়োগ্রাফির সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট সামঞ্জস্যপূর্ণ।'
গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। তাঁর দেহ দাহ করার পর থেকে ময়নাতদন্তের ཧপ্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছিল যে ময়নাতদন্ত এবং ইনকোয়েস্ট (সুরতহাল) রিপোর্টে গরমিল আছে। তথ্যপ্রমাণ ধামাচাপা দিতে ময়নাতদন্তের রিপোর্টে গরমিল করা হতে পারে বলেও অভিযোগ উঠেছিল।
যদিও আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআইয়ের তরফে যে চার্জশিট পেশ করা হয়েছে, তাতে সেরকম কিছ💧ু উল্লেখ করা হয়নি। কেন𝔍্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে জানানো হয়েছে, ৯ অগস্ট বিকেল চারটে ২০ মিনিট থেকে চারটে ৪০ মিনিট পর্যন্ত ইনকোয়েস্ট প্রক্রিয়া চলছিল। আর সন্ধ্যা ৬ টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ১০ মিনিট পর্যন্ত ময়নাতদন্ত করা হয়েছিল। দুটি ক্ষেত্রেই করা হয়েছিল ভিডিয়োগ্রাফি।
কারচুপির কোনও উল্লেখ করা হয়নি
আর সেই ভিডিয়োগ্রাফির সঙ্গে ময়নাতদন্ত এবং সুরতহাল রিপোর্ট ‘সামঞ্জস্যপূর্ণ’ আছে কিনা, তা কল্যাণী এইমসের থেকে জানতে চাওয়া হয়েছিল।সিবিআইয়ের চার্জশিটে জানানো হয়েছে, পোস্ট-মর্টেমের যে রিপোর্ট তৈরি করা হয়েছিল, সেটার সঙ্গে সুরতহাল (ইনকোয়েস্ট) এবং ময়নাতদন্ত প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি মিলিয়ে দেখার জন্য কল্যাণী এইমসের 'ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিলজি'-র বিভাগীয় প্রধান একটি কমিটি গঠন করেছিলেন। ময়নাতদন্তের সময় যে ভিডিয়োগ্রাফি করা হয়েছিল, তা পোস্ট-মর্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটা জানতে চাও💮য়া হয়েছিল। তাতে বিভাগীয় প্রধান জানিয়েছেন যে রিপোর্ট এবং ভিডিয়োগ্রাফির মধ্যে সামঞ্জস্য আছে।
কিঞ্জলের ‘সূত্র’ উত্তর
আর সেই রিপোর্টের প্রেক্ষিতেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ কিঞ্জল নন্দের একটি উত্তর ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন যে ময়নাতদন্তের রিপোর্টে কোনও কারচুপির প্রমাণ মিলেছে বলে সিবিআইয়ের চার্জশিটে জানানো হয়নি. 'সেটা তো সূত্রের খবর। সিবিআই কি প্রেস কনফ🃏ারেন্স করে কোথাও জানিয়েছে? সেটা তো আমরা জানি না এখনও। সূত্রের খবর...সূত্রের খবর তো অনেক আসছে।'
জুনিয়র ডাক্তারদের কটাক্ষ কুণালের
আর কিঞ্জলের সেই মন্তব্যের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদꦯের আন্দোলনের অন্যতম ‘মুখ’-কে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। চরম কটাক্ষ করে তিনি বলেছেন, 'সিবিআই কোর্টে চার্জশিট দেবে কেন? সাংবাদিক সম্মেলন করবে। এসব নিয়ম তো শিখতে হবে। জুনিয়র ডাক্তাররা বলে দিয়েছেন। মানতে হবে তো এসব। তা আজ দেখলাম সাংবাদিকদের চার্জশিটে ময়নাতদন্ত নিয়ে কোনও অভিযোগ না থাকা সংক্রান্ত🍸 প্রশ্নে উত্তর এল, ওটা সূত্রের খবর, কিছু বলব না।'