সুবিচারের আশায় দিল্লি গিয়ে বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হলেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚন কামদুনির প্রতিবাদীরা। এদিন বিকেলে যন্তরমন্তরে ধরনা দেওয়ার কথা রয়েছে তাঁদের। ধরনায় হাজির থাকতে পারেꦯন নির্ভয়ার মাও।
বৃহস্পতিবার দুপুর ২টোর কিছু আগে দিল্লিতে জাতীয় মহিলা কমিশেন দফতরে হাজির হন টুম্পা কয়াল, মৌসুমী কয়াল ও শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়। সেখানে মহিলা 🃏কমিশনের সদস্যদের সঙ্গে ৩০ মিনিট বৈঠক করার কথা রয়েছে তাঁদের। এর পর তাঁরা যাবেন যন্তরমন্তর বা বিজয় চকে। সেখানে বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত সুবিচারের দাবিতে ধরনায় বসবেন তাঁরা। ধরনায় হাজির থাকার কথা নির্ভয়ার মা। হাজির থাকতে পারেন বিজেপির প্রথম সারির কোনও নেতা।
এদিন মৌসুমীদেবী সংবাদামধ্যমকে জানান, ‘কামদুনিক🍎াণ্ডে অভিযুক্তরা জেল থেকে মুক্তি পাওয়ায় গ্রামে ফের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মেয়েরা ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। রাজ্য সরকারের গাফিলতিতেই আমরা বিচার থেকে বঞ্চিত। রাজ্য সরকারের ওপর কোনও ভরসা আমাদের নেই। তাই আমরা আমাদের মতো করে আদালতের দ্বারস্থ হয়েছি।’
কামদুনিকাণ্ডে হাইকোর্টে রায় ঘো꧑ষণার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘কামদুনির নির্যাতিতার পরিবারকে সুবিচার দিতে সব রকম সাহায্য করব।’ সূত্রের খবর সুপ্রিম কোর্টে কামদুনিতে নিহতের পরিবারের হয়ে মামলা লড়তে চলেছেন নির্ভয়াকাণ্ডের আইনজীবী বাঁশুরি স্বরাজ।