কলকাতা লাগোয়া কসবায় বেসরকারি স্কুলে দশম শ্রেণির ছাত্রমৃত্যুর ঘটনায় স্কুলের ♎অধ্যক্🐟ষসহ ৪ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিশ। মঙ্গলবার ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য চিকিৎসকদের বিশেষ দল গঠন করেছে পুলিশ।
সোমবার দুপুরে কসবার সিলভার পয়েন্ট🐓 স্কুলের ছ’তলা থেকে পড়ে মৃত্যু হয় দশম শ্রেণির ছাত্র শানের। এর পর স্কুলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করে মৃতের পরিবার। তাদের দাবি♍, স্কুল কর্তৃপক্ষই ছাত্রকে খুন করে আত্মহত্যার গল্প সাজাচ্ছে। স্কুলের বিরুদ্ধে ছাত্রটিকে মানসিক নির্যাতন করার অভিযোগ এনেছেন তাঁর বাবা।
ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে স্কুলের অ♒ধ্যক্ষসহ ৪ জনের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের অভিযোগ দায়ের কর💜ে পুলিশ।
মঙ্গলবার ছাত্রটির দেহে⛄র ময়নাতদন্তের জন্য চিকিৎসকদের বিশেষ দল গঠন করেছে কলকাতা পুলিশ। ছাত্রের বাবার দাবি, ছেলে ছ’তলা থেকে পড়ে গেলে তার কোনও হাড় ভাঙল না কেন? যদিও ময়নাতদন্তের রিপোর্ট এলে এব্যাপারে যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
সোমবার দুপুরে স্কুলের ছ’তলা থেকে পড়ে মৃত্যু হয় দশম শ্রেণির ছাক্𓂃র শানের। পরিবারের অভিযোগ, প্রোজেক্ট ওয়ার্ক করে না নিয়ে যাওয়ায় তাঁর ওপরে মানসিক নির্যাতন চালিয়েছেন শিক্ষকরা। এর পর তাঁকে খুন করা হয়েছে।
যদিও নিহত ছাত্রের পরিবারের অভিযোগ অস্বীকার করে স্কুলের তরফে জানানো হয়েছে, স্কুলের কোনও শꦦিক্🐈ষক কোনও ছাত্রের সঙ্গে দুর্ব্যবহার করেন না। ছাত্রটি কোনও কারণে মানসিক অবসাদের কারণে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। সঙ্গে সঙ্গে তাদের কর্তব্য পালন করেছে স্কুল কর্তৃপক্ষ।