একেবারে ইঞ্চ꧋িতে ইঞ্চিতে বুঝে নেওয়া। কলকাতা মেট্রো রেলকে এবার এভাবেই বুঝে নিল কলকাতা পুরসভা। সরাসরি কড়া পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুরসভা। কারণ মেট্রোর কাজের জন্য মাটির নীচে থাকা নিকাশি ব্যবস্থা💮র ব্যাপক ক্ষতি হয়েছে। তাই মেট্রো রেল কর্তৃপক্ষের কাছ থেকে ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছে কলকাতা পুরসভা। এই নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে।
বিষয়টি ঠিক কী ঘটেছে? কলকাতা পুরসভা এবং মেট্রো রেলের প্রতিনিধিরা একওসঙ্গে ডায়মন্ড হারব♈ার রোডের ধারে অর্ডিন্যান্স ডিপো এলাকা পরিদর্শন করেন। সেখানে নিকাশি ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। ওই এলাকার নিকাশি ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্য মেট্রোর নির্মাণ কাজকেই দায়ী করেছে কলকাতা পুরসভা। তাই নিকাশি বিভাগের পক্ষ থেকে ক্ষতি মেরামতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়। এখানেই জোকা–বিবাদি বাগ মেট্রো প্রকল্পের কাজ চলছে।
কী উঠে আসে মেট্রোর বৈঠকে? কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং, পুর কমিশনার বিনোদ কুমার, 💙নিকাশি বিভাগের ডিজি শান্তনু ঘোষ বৈঠক করেন মেট্রোর নির্মাণকা🦹রী সংস্থা আরভিএনএল আধিকারিকদের সঙ্গে। এই বৈঠক হয় বুধবার। সেখানেই মেট্রোর নির্মাণ কাজের জেরে ক্ষতিগ্রস্ত নিকাশি ব্যবস্থার কথা তুলে ধরা হয়। তখনই ঠিক হয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবে পুরসভা এবং মেট্রোর প্রতিনিধিরা। তারপর একটি রিপোর্ট তৈরি হবে। আর সেই রিপোর্টের ভিত্তিতে মেরামতির কাজ শুরু হবে। এই মেরামতির জন্য ক্ষতিপূরণের আশ্বাস🐼 দিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
তারপর সেখানে কী ঘটল? এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর শহরের নিকাশি ব্যবস্থার ক্ষতি বাবদ মেট্রো রেলেꦦর থেকে ৩৩ কোটি টাকা দাবি করেছে কলকাতা পুরসভা। ২০১৯ সালে এবং ২০২২ সালে মেট্রো রেলের নির্মাণ কাজের জন্য বড় বিপর্যয় নেমে 🎐এসেছিল বউবাজার এলাকায়। তা নিয়ে কম জলঘোলা হয়নি। এবার সরাসরি ৩৩ কোটি টাকার ক্ষতিপূরণের বিল ধরিয়ে দেওয়ায় চাপে পড়েছে মেট্রো কর্তৃপক্ষ।