আজ বিজয়া দশমী। প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে দুর্গাপুজো। তবে এবারের দুর্গাপুজোতে কলকাতা পুরসভা আগের মতোই ভাল কাজ করেছে বলে মনে করেন মেয়র ফিরহাদ হাকিম। আগে থেকেই রাস্তাঘাট মেরামত করা হয়েছিল। আর দুর্গাপুজো শেষে বাবুঘাটে ইতিমধ্যেই শুরু হয়ে♏ গিয়েছে প্রতিমা নিরঞ্জনের পালা। কোনওরকম বিশৃঙ্খলা সেখানে ঘটেনি। তাছাড়া ঘাটগুলিতে কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা মোতায়েন রয়েছে। মেয়র ফিরহাদ হাকিম স্বয়ং উপস্থিত হয়েছেন বাবুঘাটে। তাঁর সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার কমিশনারও। গোটা বিষয়টি তদারকি করছেন তাঁরা।
এদিকে দুর্গাপুজোর আগে শহরের উপর দিয়ে বয়ে গিয়েছিল ভারী বৃষ্টি। তার জেরে ক্ষতি হয়েছিল রাস্তাঘাটের। সেখান থেকে সব মেরামত করে শহরে দুর্গাপুজোর পরিবেশ ফিরিয়ে আনা খুবই শক্ত কাজ ছিল। সেখানে ൩কলকাতা পুরসভা ভাল কাজ করেছে বলে মনে করেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘শহর পরিষ্কার রাখা থেকে শুরু করে কলকাতার রাস্তা ঠিক রাখা, আলো পরিষেবা অব্যাহত রাখা, নালা–নর্দমা পরিষ্কার রাখা এবং শহর পরিচ্ছন্ন রাখা–সহ একাধিক কাজ কলকাতা পুরসভা করে থাকে। তার সঙ্গে আইনশৃঙ্খলা থেকে ট্রাফিক ঠিক রাখা কলকাতা পুলিশের কাজ। এই দুর্গাপুজোয় কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা ভাল কাজ করেছে।’
অন্যদিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে এবার কলকাতা শ্রী পুরষ্কার দেওয়া হয়েছে বেশ কয়েকটি পুজো কমিটিকে। গঙ্গায় দূষণ যাতে না হয় তার জন্য কাঠামো তুলে নেওয়া হচ্ছে। পর্যাপ্ত পুলিশ এবং কলকাতা পুরসভার কর্মীরা প্রস্তুত রয়েছে। আজ বারোয়ারি দুর্গাপুজোর নিরঞ্জন কম হচ্ছে। আজ বাড়ির দুর্গাপুজো বেশি করে নিরঞ্জন হচ্ছে। আগামীকাল বারোয়ারি পুজো কমিটির প্রতিমা বেশি করে নিরঞ্জন হবে। আর ২৭ তারিখ যেসব প্রতিমা কার্নিভালে যাবে সেগুলির ব𒆙িসর্জন সেদ🌠িনই হবে। এভাবেই গোটা বিষয়টি ঠিক করা হয়েছে।
আরও পড়ুন: মারাত্মক শারীরিক অবস্থার অবনতি খালেদা জিয়ার, আ🔜বার সিসিইউ–তে ভর্তি
ঠিক কী বলছেন মেয়র? কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম নিজে আজ✅ সব ঘাট পরিদর্শন করেন। তারপর সাংবাদিক বৈঠক করে মেয়র বলেন, ‘আগামী তিন চারদিন আমরা সবসময়ই সক্রিয় থাকি। কলকাতা পুরসভার কোনও অফিসারকে আমি ঘুমোতে দিই না। ওরা ২৪ ঘণ্টা কাজ করে। এবার আরও ভাল কাজ করেছে কলকাতা পুরসভা এবং পুলিশ।’ কলকাতা পুরসভার কর্মীদের সঙ্গে গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদཧের। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গায় টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ।