দীর্ঘদিন ধরেই কলকাতার অনেকাংশে ভাঙছে নদী পাড়। তার মধ্যে রয়েছে নিমতলা ঘাট। এছাড়াও, গঙ্গার ধারে একাধিক ছোট-ছোট ঘাটে অনেকদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাবে ভাঙন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে বরাবরই কলকাতা বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে পুরসভা। ভাঙন নিয়ে একাধ♐িবার উদ্বেগপ্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফের ভাঙন নিয়ে আশঙ্কা প্রকাশ করে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে উদ্যোগী হলেন মেয়র।
আরও পড়ুন: ‘ওয়াকফ 💛সম্পত্তি বেচে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার’, ব🍎িস্ফোরক অভিযোগ ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকি🉐ম জানিয়েছেন, কলকাতা পুরসভার কমিশনার ভাঙন নিয়ে বন্দর কর্তৃপক্ষকে আগেই চিঠি দিয়েছিলেন। এবার দ্রুতই তিনি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন। উল্লেখ্য, গঙ্গা ভাঙনের ফলে একাধিক ঘাট আগেই নদীগর্ভে চলে গিয়েছে। একসময় কলকাতার বড়বাজার চক্ররেল স্টেশনের পিছনে মণিঘাট, মোদীঘাট, বালুঘাট নামে তিনটি ঘাট ছিল। কিন্তু ভাঙনের জেরে সেইসব ঘাট তলিয়ে গিয়েছে গঙ্গায়।
এছাড়া বাগবাজারের মায়ের ঘাট, উত্তর কলকাতার জগন্নাথ ঘাট এবং কাশীপুর ঘাটের অবস্থা বেহাল। ঘাটের অনেক সিঁড়ি ভেঙে গিয়েছে। এছাড়াও, কুমোরটুলির কাছে গোপাল ঘাট , আদ্যশ্র♊াদ্ধ ঘাট, কাঠগোলা ঘাটের অবস্থাও সঙ্গীন হয়ে উঠেছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সমস্যার সমাধানের আবেদন জানিয়েছেন। তাঁদের আশঙ্কা গঙ্গা ভাঙন রোধ করা না গেলে তাঁরা আরও সমস্যায় পড়বেন।