শহরে যত্রতত্র জঞ্জাল বা আবর্জনা ফেলা আটকাতেไ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। তারপরেও সেই প্রবণতা কমছে না। এর ফলে দূষিত হচ্ছে শহরের পরিবেশ। তাই জঞ্জাল ফেলা আটকাতে কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। সেই নির্দেশিকা মতো ইতিমধ্যেই টহল দিতে শুরু করেছেন কলকাতা পুরসভার সাফাই বিভাগের আধিকারিকরা। সেক্ষেত্রে কাউকে জঞ্জাল বা আবর্জনা ফেলতে দেখলে স্পট ফাইন করা হচ্ছে। সেইসঙ্গে জঞ্জাল বা গাছের পাতা পোড়ালেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: প্লাস্টিক জমিযꦉ়ে বিক্রির ব্যবস্থা করতে অ্যাপ আনার পরিকল্পনা দূষণ পর্ষদের
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় জঞ্জাল পড়ে থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরেই কঠোর পদক্ষেপে গ্রহণ করে কলকাতা পু😼রসভা। যত্রতত্র আবর্জনা ফেলা আটকাতে রাস্তায় রাস্তায় টহল দিয়ে বেড়াচ্ছেন পুর আধিকারিকরা। তারা ট্রাফিক পুলিশের মতোই স্পট ফাইনের উপর জোর দিয়েছেন। এরকম হলে সেক্ষেত্রে নাগরিকদের মধ্যে যেখানে সেখানে আবর্জনা ফেলার প্রবণতা কমবে বলে মনে করছেন আধিকারিকরা। সাধ🐈ারণত, বর্তমানে আইন অনুযায়ী, কোনও জায়গায় আবর্জনা ফেললে জরিমানা করা হচ্ছে ৫৮০ টাকা। আর যদি একই ব্যক্তি দ্বিতীয় বার এই অপরাধ করেন তাহলে জরিমানা করা হচ্ছে ৮১১ টাকা।
অন্যদিকে, যদি কেউ জলাশয়ে আবর্জনা ফেলে তাহলে সেক্ষেত্রে ২৩২ টাকা জরিমানা হচ্ছে। তব𒈔ে বিশেষ বিশেষ জায়গা যেমন হাসপাতাল, নার্সিংহোম বা শিক্ষা প্রতিষ্ঠান অথবা ধর্মীয় স্থানে যদি কেউ আবর্জনা ফে🎶লে তাহলে দ্বিগুণ জরিমানা করা হচ্ছে। এই জরিমানার পরিমাণ হল ১১৫৮ টাকা।