শহরের অন্যতম ব্যস্ততম ফ্লাইওভার মা উড়ালপুল সংস্কারের কাজ শুরু হল। বেশ কিছু অংশে বিয়ারিং সহ পিলারের গার্ডারের অবস্থা জীর্ণ হওয়ায় সেগুলি বদলানোর কাজ শুরু হয়েছে। প্রতিদিন যেহেতু এই উড়ালপুলের উপর দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে তার ফলে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করছিলেন অনে📖কেই। তাই যানজট এড়াতে 🌱রাতের দিকে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে অংশে কাজ হচ্ছে শুধুমাত্র সেই অংশে যান চলাচল বন্ধ থাকছে। ফলে উড়ালপুলের ওপর দিয়ে যান চলাচলে বিশেষ সমস্যা হবে না বলে মনে করছে পুলিশ।
আরও পড়ুন: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মা উড়ালপুলের ওপরে চড়লেন যুবক, উদ্ধার ಞকরল দমক𒆙ল
শহরের গুরুত্বপূর্ণ উড়ালপুলগুলির মধ্যে অন্যতম হ🌞ল মা উড়ালপুল। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই উড়ালপুলের ওপর দিয়ে যাতায়াত করে। ফলে এই উড়ালপুলের ওপর যানবাহনের চাপ অনেক বেশি। সম্প্রতি একটি সংস্থা উড়ালপুলের স্বাস্থ্য খতিয়ে দেখে। সেই সংস্থার তরফে জানানো হয়, উড়ালপুলের বেশ কিছু বিয়ারিংয়ের অবস্থা খুব খারাপ, যেগুলি দ্রুত পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। তাছাড়া পিলারের গার্ডারও পরিবর্তন করা প্রয়োজন। এই পরামর্শের পরেই উড়ꩵালপুলের বিয়ারিং এবং পিলারের গার্ডার বদলানোর কাজ শুরু করেছে কেএমডিএ।
সূত্রের খবর, এই কাজের জন্য ৩ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। তবে শুধু বিয়ারিং বা গার্ডার বদলানো হবে তাই নয়, বৃষ্টি হলে উড়ালপুলে জল জমে যাওয়ার সমস্যা দেখা দ♊েয়। এই অবস্থায় বৃষ্টির জল যাতে দ্রুত উড়ালপুল থেকে বেরিয়ে যায় তার জন্য পাইপ লাইনের সংস্কার করা হবে বলে জানা গিয়েছে।