হাত🍸ে আর বেশি সময় নেই। আর পাঁচদিন পরই রাজ্যজুড়ে শুরু হয়ে যাবে দুর্গাপুজো। ইতিমধ্যেই গোটা রাজ্যে সাজ সাজ রব। শহর থেকে গ্রামবাংলা দুর্গাপুজোর প্রস্তুতিতে চূড়ান্ত ব্যস্ত। একের পর এক দুর্গাপুজো উদ্বোধন করে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর ভিড়ের নিরিখে বাঙালির দ্বিতীয় শ্রেষ্ঠ উৎসব হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তাই দুর্গাপুজো মিটলেই শুরু হয়ে যায় বইমেলার ‘উৎসব’। বৃহস্পতিবার দুর্গাপুজ♊োর প্রাক্কালে বইমেলার দিন ঘোষণা করে দিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এবার ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হতে চলেছে দুর্গাপুজোর দু’মাস পরেই।
তাহলে কবে শুরু হবে কলকাতা বইমেলা? আগামী ২৮ জানুয়ারি (২০২৫) তারিখে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক ব♓ইমেলা। যা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ছুটির দিন হিসেবে দু’টি শনিবার ছাড়াও থাকবে দু’টি রবিবার খোলা থাকবে কলকাতা বইমেলা। এই বই🐻মেলার উদ্বোধন করার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর আজ, শুক্রবার থেকেই স্টলের আবেদন নেওয়া শুরু হয়ে যাচ্ছে। চলতি বছর ৪৭তম কলকাতা বইমেলা শুরু হয়েছিল ১৮ জানুয়ারি। শেষ হয়েছিল ৩১ জানুয়ারি। সুতরাং নতুন বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলা আগেরবারের থেকে ১০ দিন শুরু হবে। যদিও কলকাতা আন্তর্জাতিক বইমেলার তারিখ জানতে পেরে খুশি বইপ্রেমীরা।
আরও পড়ুন: সালোকসংশ্লেষের রাসায়নিক বিক্রিয়া কেমন করে হয়? পড়ুয়াদের বোঝালেন সুকান্ত স্যার
এবার বইমেলা ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে শুরু হলে বাড়তি ভিড় হবে বলে মনে করা হচ্ছেﷺ। কারণ বইমেলা শুরুর দু’দিন পর সরকারি অফিস–কাছারিতে বেতন হয়ে যাবে। সেক্ষেত্রে বই কেনার এবং বইমেলা উপভোগ করার আদর্শ সময় তৈরি হবে। কারণ মাসের মাঝামাঝি বা শেষে বইমেলা পড়লে পকেটে চাপ তৈরি হয় অনেকের। আবার বেসরকারি অফিসগুলিতে মাসের প্রথম সপ্তাহে বেতন হয়। সেক্ষেত্রে অনেকটা সময় মিলবে বই কেনার ক্ষেত্রে। এবার অবশ্য আর কোনও সমস্যা নেই। ২০২৩ সালে ৪৬তম বইমেলা শুরু হয়েছিল ৩০ জানুয়ারি। শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। ওই নির্ঘণ্টের পরই অনেক অভিযোগ আসতে থাকে। তাই ২০২৪ সালের বইমেলা এবং ২০২৫ সালের বইমেলার সূচি করা হয়েছে সেভাবে।