আদি গঙ্গা–টালি নালার দুর্গন্ধের সঙ্গে পরিচয় রয়েছে ⛦কলকাতাবাসীর। তার সঙ্গে পলি, আবর্জনা মিলে এখন নরক–গুলজার অবস🙈্থা। এই নিয়ে নানা অভিযোগ জমা পড়েছিল কলকাতা পুরসভার কাছে। তাই বাস্তব অবস্থা দেখে টালি নালা সংস্কারে হাত দিল কলকাতা পুরসভা। দুর্গন্ধ থেকে মুক্তি দিতে শুরু হল পলি তোলার কাজ।
কলকাতা পুরসভা সূত্রে খবর, টালি নালার এই পলি তোলা এবং নাব্যতা ফেরানোর কাজ করার কথা ছিল কেন্দ্রের নমামী গঙ্গে প্রকল্পের অধীনে। কিন্তু কেন্দ্রের টাকা মেলেনি। তাই এই কাজ করতে হল কলকাতা পুরসভাকে। এই বিষয়ে কলকাতা পুℱরসভার মেয়র ফি𒁏রহাদ হাকিম বলেন, ‘নমামী গঙ্গে প্রকল্পে কাজের কথা থাকলেও, টাকা মেলেনি। তাই আমরাই কাজ করছি।’
এই টালিনালা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশ দিয়ে। দুই পর্যায়ের ১৫ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে আদি গঙ্গা বা টালিনালা। সেখান থেকেই পলি তোলার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এই বিষয়ে মেয়র পারিষদ (নিকাশি) 🏅তারক সিং বলেন, ‘নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য এই কাজ হচ্ছে।’
একদিকে এই কাজ হচ্ছে দইঘাট থেকে চেতলা পর্যন্ত। অন্যদিকে চেতলা থেকে গড়িয়া পর্যন্ত কাজ হবে পলি তোলার। এই নাব্যতা বাড়ালে দক্ষিণ কলকাতা জুড়ে বৃষ্টির সময় সমস্যায় পড়তে হবে না। ইয়াসের প্রভাবে জলস্ফীতি বাড়ে আদিগঙ্গায়। যার জেরে জলমগ্ন হয়ে𒊎 পড়ে কালীঘাট এলাকা। তাই এই সমস্যা মেটাতেই উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা।