🍒 ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরের বহুতলে। আজ, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ আগুন লাগে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলে। ওই ভবনে কয়েকটি সরকারি দফতরের অফিস আছে। ৪৫ নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউতে পাঁচতলায় আগ💫ুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। তবে ঠিক কি থেকে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ব্যস্ত সময়ে আগুন লাগায় এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার কিছুক্ষণ পরেই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকার আকাশ। বহুতল ভবনটির পাঁচতলায় আগুন লাগায় তা ছড়িয়ে পড়তে 𒉰থাকে। ওই ভবনেই রয়েছে রাজ্যের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের অফিস। সুতরাং অগ্নিকাণ্ডে বহু সরকারি নথি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সেখানের কর্মচারীর🐲া। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে মনে করছে দমকল। তবে এখনও সেটা নিশ্চিত নয়। তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলে জানান দমকল অফিসাররা।
এদিকে সকাল ১০টা নাগাদ ক💖য়েকজন কর্মী সেখানে পৌঁছেﷺ গিয়েছিলেন। তবে আগুন লাগতেই তাঁরা বেরিয়ে এসেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কয়েকদিন আগেই রাজভবনের সামনে শরাফ হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পিএইই, পিডব্লুডি–সহ একাধিক দফতরের অফিস রয়েছে ওই বহুতলে। পাঁচতলার যে ঘরে রয়েছে নথিপত্র, সেখানেও পৌঁছেছে আগুনের লেলিহান শিখা। এমনভাবে আগুন লেগেছে যে, ভিতরে প্রবেশ করতে পারছেন না দমকলকর্মীরা। পাশের বিল্ডিং থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। আগুনের জে𓄧রে ভিতরে চাঙড় ভেঙে পড়ছে।