আজ, মঙ্গলবার অফিস টাইমে আবার মেট্রো বিভ্রাট হওয়ায় নাকাল হতে হল যাত্রীদের বলে অভিযোগ। এদিন পার্ক স্ট꧅্রিট থেকে এসপ্ল্যানেডের মাঝে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। প্রায় আধ ঘণ্টা ধরে ব্যাহত থাকে মেট্রো পরিষেবা। থমকে যায় মেট্রো রেল। আর তাতে💎ই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। এই আবহে দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। প্রবল ভোগান্তির শিকার হন যাত্রীরা। সঠিক সময়ে অফিসে পৌঁছতে পারেননি বহু অফিসযাত্রী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় মেট্রো স্টেশনে। বহু যাত্রী ক্ষোভ উগড়ে দেন।
এদিকে আজ অফিস টাইমে মেট্রোয় এমন বিভ্রাট ঘটবে তা কেউ ভাবতেও পারেনি। প্রায় ২০ মিনিট ধরে গিরিশ পার্ক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে থাকে। এই বিভ্রাটের জেরে যাতায়াতে বিঘ্ন ঘটে। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো থমকে গেলেও এখন চলছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবꦬা বন্ধ আছে। মেট্রো কর্তৃপক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখতে অফিসার পাঠিয়েছেন বলে সূত্রের খবর। দ্রুত পরিষেবা স্বাভাবিক করতেই এমন পদক্ষেপ করা হয়েছে। বারবার পাতাল🌱পথে বিভ্রাটের জেরে যাত্রীদের মধ্যে বিরক্তি তৈরি হয়েছে। কেন এমন ঘটনা ঘটল? তা খতিয়ে দেখছেন মেট্রো রেলের অফিসাররা।
অন্যদিকে এই ঘটনা নিয়ে যখন যাত্রীরা ক্ষোভ 🌞উগড়ে দিতে শুরু করেছেন তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষের দাবি, একটা আলোর ফুলকি দেখা গিয়েছিল। ꦛপার্ক স্ট্রিট আর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যে। ব্লু লাইনে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। তাতেই থমকে যায় মেট্রো পরিষেবা। তবে ময়দান থেকে কবি সুভাষ এবং ময়দান থেকে গিরিশ পার্ক ও দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। যাত্রীদের অভিযোগ, মাইকে ঘোষণা করা হলেও সেটা অস্পষ্ট। পরিষেবা হঠাৎ থেমে যাওয়া নিয়ে কিছু বলতে পারেননি গিরীশ পার্কে থেমে থাকা মেট্রোর মোটরম্যান।
আরও পড়ুন: পিএফের টাকা আত্মসাত🎐ের অভিযোগ, সকাল থেকে তিন জায়গায় তল্লাꦡশি করছে ইডি
এছাড়া আতঙ্ক তৈরি হয় আগুনের ফুলকি দেখা গিয়েছে বলে। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, ওটা আগুনের ফুলকি নয়। আলোর ফুলকি। কিন্তু যাত্রীরা এই কথা মানতে নারাজ। ওটা আগুনের ফুলকি বলেই তাঁদের দাবি। তাতেই বাকি যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় ওটা আলোর ফুলকি তাহলে সেটা কী কারণে দেখা গেল? উঠছে প্রশ্ন। যার উত্তর এখনও অজানা। ডাউন লাইনের কোনও ত্রুটি রয়েছে কি না সেটা এখন খতিয়ে দেখা হচ্ছে। আপাতত গিরীশ পার্ক মেট্রো সﷺ্টেশন থেকে কবি সুভাষগামী ট্রেন থেকে যাত্রীদের নেমে পড়তে বলা হয়েছে। ফাঁকা ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে।