রবিবার ছুটির দিন হলেও আজ বেশ ভিড় ছিল পাতালপথে। কারণ সামনে বড়দিন। এই উৎসবে সামিল হতে অনেকেই কেনাকাটা করতে 🌌বেরিয়ে ছিলেন। সুতরাং ব্যস্ত সময় হয়ে ওঠে রবিবারের বিকেল। আর তখনই আবার কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করা হল। শোভাবাজারে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন একজন। এই ঘটনা দেখে তৎক্ষণাৎ লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আর তাঁকে উদ্ধারের কাজ শুরু করা হয়।
এই ঘটনার জেরে আপ এবং ডাউন লাইনে আংশিকভাবে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। রবিবার বিকেলে প্রবল ভোগান্তির শিকার হন যাত্রীরা। শোভাবাজার–সুতানুটি স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করতে লাইনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দমদম থেকে সেন্ট🌼্রাল স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ হয়ে যায় বলে সূত্রের খবর। ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে যায়। বড়দিনের আগে অবসাদে এই চরম পথ বেছে নেন ওই ব্যক্তি বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: বড়দিনের প্রাক্কালে চিড়িয়াখানায় এন্ট্রি এবার অত্যন্ত সহজ, ছোট কাজেই মিলবে টিকিট
২০২৪ সাল এখন শেষের পথে। আর দু’দিন পরই বড়দিন। স্বাভাবিকভাবেই শহরজুড়ে উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে। ২৫ ডিসেম্বর এই মেট্রো রেলে আরও ভিড় বাড়বে। সেটা মোকাবিলা করতে কি প্রস্তুত মেট্রো? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কারণ আজ রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও এই ঘটনা রোখা গেল না। মেট্রো স্টেশনে ভিড় থিকথিক করছে আজ সারাদিন। কিছু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থা খোলা থাকায় সেখানে যাচ্ছিলেন যাত্রীরা। তার সঙ্গে ছিল কღেনাকাটার ভিড়। তার মাঝে এমন ঘটনা য🉐েত আতঙ্কের বাতাবরণ তৈরি করল।