করোনাভাইরাসের জেরে আবার বন্ধ হয়েছিল টোকেন। শুরু হয়েছিল স্মার্ট কার্ডে যাতায়াত। এই টোকেনের চলে যাওয়া ফিরে আসা নিয়ে বিব্রত আমজনতা। তবে অতিমারি নিয়ন্ত্রণে থাক🏅লে ফেব্রুয়ারি মাস থেকে ফের কলকাতা মেট্রো রেলে চালু ফিরতে পারে টোকেন ব্যবস্থা। আর চারদিন পর রাজ্য সরকারের একাধিক বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে ৩১ জানুয়ারি।
এখন রাজ্যে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু জারি থাকছে। ফলে লোকাল ট্রেন থেকে মেট্রোর পরিষেবা রাত ১০টা পর্যন্ত করতে হয়েছে। গত ৩ জানুয়ারি থেকে কলকাতা মেট্রো রেলে বন্ধ হয়েছে টোকেন ব্যবস্থা। এবার জানুয়ারি ম👍াস শেষ হতে চলেছে। ১ ফেব্রুয়ারি থেকে পাড়ায় সমাধান কর্মসূচি চালু করার কথা ঘোষণা করেছে।
রাজ্য সরকারের পাড়ায় সমাধান অর্থাৎ দুয়ারে সরকার প্রকল꧂্প শুরু হলে বিধিনিষেধ উঠে যাবে। তাহলেই চালু করা যাবে টোকেন ব্যবস্থা বলে মনে করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। যদিও এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মেট্রো কর্তৃপক্ষ। এখন দেখার বিষয় হল, ফেব্রুয়ারি মাস থেকে রাজ্যে জারি যাবতীয় বিধিন𝔍িষেধ তুলে নেওয়া হয় কিনা।
মেট্রো রেল সূত্রে খবর, আগামী ৩১ জানুয়ারি সংস্থার শীর্ষ আধ❀িকারিকদের বৈঠকে ডেকেছেন জেনারেল ম্যানেজার মনোজ যোশী। সেখানে টোকেন পরিষেবা চালুর বিষয়ে কথা হতে পারে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা মেট্রো রেল। এই টোকেন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় মেট্রোর আয়༒ কমেছে। সেই আয় বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।