নিশ্চয়ই ঠাকুর দেখার♚ প্ল্যান হয়ে গিয়েছে? সেই প্ল্যানটা আরও সহজ হবে কলকাতা মেট্রোর জন্য। সপ্তমী থেকে নবমী পর্যন্ত উত্তর-দক্ষিণ শাখায় (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) সারা রাত চলবে মে♛ট্রো। ষষ্ঠী (১ অক্টোবর) থেকে ত্রয়োদশী (৮ অক্টোবর) পর্যন্ত প্রথম এবং শেষ মেট্রোর সূচি দেখে নিন -
ষষ্ঠীতে মেট্রোর সময়সূচি
দুর্গাপুজোর ষষ্ঠীতে আপ-ডাউন অভিমুখে মোট ২৮৮ টি (১৪৪ টি আপ এবং ১৪৪ টি ডাউন) মেট্রো চলবে। ষষ্ঠীতে বিভিন্ন প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রোর সময় দেখে নিন 𓃲-
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৩৮ মিনিট।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৪০ মিনিট।
- দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট।
- কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট।
সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মেট্রোর সময়সূচি
দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মেট্রোর ২৪৮ টি মেট্রো (আপ অভিমুখে ১২৪ টি এবং ডাউন অভিমুখে ১২৪ টি মেট্রো) চলবᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে। রাতভর (দুপুর একটা থেকে ভোর পাঁচটা) মেট্রো চলবে।
প্রথম মেট্রোর সময়
- দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
- দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
শেষ মেট্রোর সময়
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৩ টে ৪৮ মিনিট।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ৩ টে ৫০ মিনিট।
- দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: ভোর ৪ টে।
- কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: ভোর ৪ টে।
দশমীতে মেট্রোর সময়সূচি
আগামী ৫ অক൲্টোবর তথা দশমীতে আপ-ডাউন অভ🌱িমুখে মোট ১৩২ টি মেট্রো চলবে। দুপুর একটা থেকে পরিষেবা শুরু হবে। চলবে রাত ১১ টা পর্যন্ত।
প্রথম মেট্রোর সময়
- দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
- দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: দুপুর ১ টা।
শেষ মেট্রোর সময়
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪৮ মিনিট।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৫০ মিনিট।
- দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা।
- কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ১০ টা।