কলকাতায় ভ্রমণের অন্যতম মাধ্যম মেট্রো রেল। পুজোর সময় এর গুরু🎃ত্ব আরও বেড়ে যায়। এর উদাহরণ চতুর্থী থেকেই দেখা গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ মেট্রোতে চপে পুজো দেখতে বেরিয়েছেন। রেল কর্তৃপক্ষের লাভের অঙ্ক ছাড়িয়েছে কোটির গণ্ডি। এই আবহে সপ্তমী থেকে আরও চাপ বাড়তে পারে মেট্রো রেলের উপর। এই পরিস্থিতি আজ থেকে নবমী পর্যন্ত গভীর রাত পর্যন্ত মেট্রো পরিষেবা দেবে রেল। একনজরে দেখে নিন সপ্তমী থেকে নবমীর মেট্রো সূচি।
দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মোট ২৪৮টি মোট্রো চলবে। দর্শনার্থীদের কথা মাথায় রেখে সারা রাত মেট্রো পরিষেবা দেওয়া হবে এই তিনদিন। সপ্তমীর মতো 🗹অষ্টমী এবং নবমীতেও দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম 𝔉মেট্রো ছাড়বে দুপুর ১টায়, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়।
এদিকে আজ সপ্তমী থেকে পরশু নব💖মী পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৩টে ৪৮ মিনিটেꦛ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৩টে ৫০ মিনিটে, দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টে, কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টের সময়।
এদিকে দশমীতে মোট ১৩২টি মেট্রো চলবে। দুপুর একটা থেকে পরিষেবা শুরু হবে। চলবে রাত ১১ টা পর্যন্ত। ৫ অক্টোবর দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং দক্ষিণ💜েশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়।
এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মꦦেট্রো ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টা, কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টার সময়। একাদশী, অর্থাৎ ৬ অক্টোবর থেকে ফের স্বাভা♓বিক সূচি মেনেই মেট্রো চলাচল করবে। একাদশী থেকে ত্রয়োদশী ২৩৪টি মেট্রো চলবে দিনভর।
এদিকে সপ্তমী থেকে নব꧒মী সল্টলেক-শিয়ালদা মেট্রো চলাচল করবে বেলা ১১টা ৫৫ মিনিট থেকে রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত। শিয়ালদা থেকে সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে বেলা ১১টা ৫৫ মিনিটে। এদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো ছাড়ব⛎ে ১২টার সময়। এদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ৩৫ মিনিটে। অপরদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী শেষ মেট্রো ছাড়বে ১১টা ৪০ মিনিটে।