চাঁদ দেখা গেলে আগামী ৩ মে পালিত হবে খুশির ইদ (Eid ul Fi🍰tr 2022)। সেদিন ২৩৪ টি ট্রেন (১১৭ টি আপ এবং ১১৭ টি ডাউন ট্রেন) চালাবে কলকাতা মেট্রো। ইদের জন্য মেট্রোর সংখ্যা কমানো হলেও প্রথম এবং শেষ ট্রে👍নের সময় ঠিক রাখা আছে।
প্রথম মেট্রো পরিষেবা শুরুর সময়
১) দমদম থেকে কবি সুভাষ: সকাল ৬ টা ৫০ মিনিট।
২) কবি স🥂ুভাষ থ��েকে দক্ষিণনেশ্বর: সকাল ৬ টা ৫০ মিনিট।
৩) দমদম থেকে দক্ষিণনেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট।
৪) দক্ষিণনেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা।
আরও পড়ুন: Eid al-Fitr 2022: ইদ উল-ফিতর কবে পালিত হচ্ছে, উৎসবের মরশুম শুরুর অপেক্ꦜষায় দেশ
শেষ মেট্রো পরিষেবা শুরুর সময়
১) দক্ষিণনেশ্বরꦦ থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট।
২) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট।
৩) কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিনিট।
৪) কবি সুভাষ থেকে দক্ষিণনেশ্বর: রাত ৯ ⛎টা ৩০ মিনিট।
বিশেষ দ্রষ্টব্য: তবে ইদের দিন (মঙ্গ📖লবার, ৩ মে) ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সীমা পালটানো হয়নি।
ইদ কবে?
ইদ-উল-ফিতরকে অনেকেই 'মিঠি ইদ' বলেও সম্বোধন করেন। ইসলামিক ক্যালেন্ডারের দশম মাসের প্রথম দিনে𓃲 পালিত হয় ইদ। চলতি বছর ৩ মে রয়েছে ইদের সরকারি ছুটি। তবে নতুন চাঁদ দেখার উপরই নির্ভর করবে ইদের তারিখ। প্রসঙ্গত, হিজরি ক্যালেন্ডারের উপর নির্ভর করে প্রতি বছর ইদের দিন পালটে যায়।