কলকাতায় বর্ষবরণের রাতে যতই কড়া নিরাপত্তা রাখা হোক আইন ভাঙার ঘটনা কিন্তু ঘটেছেই। একജদিকে শহরের রাস্তায় দাপিয়ে বেড়াল মোটরবাইক। অন্যদিকে মদ্যপদের তাণ্ডব ✤থেকে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটেছে। হেলমেট অনেকের মাথায় ছিল না। তার উপর বেপরোয়া গাড়ি চালিয়ে ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে শনিবার আইন ভেঙে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হল ৫৪০ জন। যা বড়দিনের রাতকেও ছাপিয়ে গেল। বড়দিনে কলকাতার রাস্তায় ট্রাফিক আইন ভাঙায় গ্রেফতার হয়েছিলেন ৩১৪ জন।
ঠিক কী করল পুলিশ? পুলিশ সূত্রে খবর, ৩১ ডিসেম্বর রাস্তায় ট্রাফিক আইন অমান্য করেছেন মোট ৬৬৪ জন। তাঁদের মধ্যে বেপর𝓀োয়া গতিতে গাড়ি চালিয়ে জরিমানার কোপে পড়েছেন ১৮৭ জন। মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। আর এভাবে আইন ভেঙেছেন ১৭৯ জন। এমনকী ১৪৮ জন মাথায় হেলমেট না পরেই মোটরবাইক চালিয়েছেন। ৯৫ জন মাথায় হেলমেট না পরে মোটরবাইকে সফর করে আইন ভেঙেছেন। আরও নানাভাবে ট্রাফিক আইন ভেঙেছꦇেন ৫৫ জন।
কী তথ্য উঠে এসেছিল বড়দিনে? কলকাতা পুলিশ সূত্রে খবর, ২৫ ডিসেম্বরও আইন ভাঙার কাজ ঘটেছে। বড়দি🌠নে ট্রাফিক আইন ভেঙে পুলিশের জালে পড়েছিলেন ৩২৩ জন। তাঁদের মধ্যে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আইন ভেঙেছিলেন ৮৪ জন। মদ্যপান করে গাড়ি চালিয়ে আইন ভেঙেছিলেন ৭৮ জন। হেলমেট না পরে মোটরবাইক চালানোর সংখ্যা ছিল ৪৫ জন। আর ৫৭ জন হেলমেট না পরে মোটরবাইকের পিছন𝓰ে বসে💃 যাচ্ছিলেন।