কলকাতা পুলিশ হাফ ম্য়ারাথন ২০২৪। KP SDSL Half Marathon 2024। শুক্রবার নগর🍒পাল বিনীত গোয়েল সহ পদস্থ পুলিশ কর্তাদের উপস্থিতিতে এই হাফ ম্যারাথনের ওয়েবসাইট প্রকাশিত হয়েছে। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের ব্যবস্থাপনায় আয়োজিত এই হাফ ম্য়ারাথন ২১শে জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। এই ম্যাারথনের জন্য় নাম নথিভুক্তিকরণের কাজ ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে। ১৪ জানুয়ারি পর্যন্ত এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু থাকবে।
নগরপাল বিনীত গোয়েল তাঁর বার্তায় জানিয়েছেন, ২১শে জানুয়ারি ২০২৪ এই হাফ ম্য়ারাথন অনুষ্ঠিত হবে। এবার এটা চতুর্থ বছরে পা দিয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসে এটি অনুষ্ঠিত হয়েছিল। সেবার একেবারে রেকর্ড সংখ্যক মানুষ এতে অংশ নিয়েছিলেন। সেবার সমাজের বিভিন্ন অংশ থেকে প্রায় ২০,০০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন। এবারও আপনাদের আন্তরিত উপস্থিতি কামনা করছꦗি। আপনি রানার্স অথবা চিয়ার লিডার হিসাবেও অংশ নিতে পারেন।
এই লিঙ্কে আপনি প্রয়োজনীয় তথ্য পাবেন।
তবে এই অংশগ্রহণের ক্ষেত🎃্রে নির্দিষ্ট নিয়ম মানতে হবে আপনাকে। তারপর আপনি এই ম্য়ারাথনে অংশ নিতে পারবেন। আপনি এই হাফ ম্য়ারাথনে অংশ নিতে পারবেন কি না সেটা আগেই পরীক্ষা করে দেখে নিন।
কীভাবে বুঝবেন যে আপনি এই ম্যারাথনে অংশ নেওয়ার পক্ষে উপযুক্ত?
কাজ করার সময় আপনি কি বুকে ব্য়াথা অনুভব করেন?
কোনও কাজ না করেও ক✨ি গত মাসে আপনার বুকে ব্য়াথা হয়েছিল?
আপনি কি কোনও সময়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন?
আপনার হাড়ের বা জয়েন্টের সমস্য়া আছে?
ব্লাড প্রেসার বা হার্ট꧂ের সমস্যার জন্য় 🍎আপনার কি চিকিৎসা চলছে?
আপনি কি ডায়েবেটিক?
এর মধ্যে একটিতেও যদি হ্যাঁ হয় তꦿবে নাম দেওয়ার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন। অনলাইনে আবেদন করা যাবে।
১৫ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১৪ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। ১৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত নেতাজি ইন্ডোর থেকে বিব সংগ্রহ করতে পারবেন। সকাল ১১টা থেকেౠ রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
রেস ডের দিন এটা নেওয়া যাবে না। মেল করেও এটা মিলবে না। প্রতিটি পর্যায়ে মোটা অঙ্কের পুরস্কারও আছে।𝓡