খাতায় কলমে বসন্তের আগমন ঘটেছে। তবে মাঘের মাঝামাঝিতে এসেও ঝোড়ো ব্যাটিং জারি শীতের। ডিসেম্বরের ‘পাওয়ালপ্লে’তে ধীরে খেলার জেরেই যেন স্লগ ওভারো ঝোড়ো ব্যাটিং শীতের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন শীত থাকবে কলকাতায়। তারপর ধীরে ধীরে শীত উধাও হতে শুরু করবে। উল্লেখ্য, এবারের শীতের মরশুমে মোট ন’বার পশ্চিমী ঝঞ্ঝ🐬া হানা দিয়েছে বাংলায়। যার জেরে ধারাবাহিক ভাবে কয়েকদিন পরপর বৃষ্টি হয়েছে রাজ্যে। যার জেরে শীত বাধাগ্রস্ত হয়েছে। তবে ঝঞ্ঝা কাঁটা পুরোপুরি দূর হতেই শীত রড়েছে বঙ্গে। গত কয়েকদিন ধরে কলকাতা-সহ বেশ কিছু জেলায় ভোরের দিকে ছিল কুয়াশা দেখা গিয়েছিল। তবে কুয়শা ধীরে ধীরে কেটে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ আকাশ পরিষ্কার থাকবে। দি🌃নের বেলা হবে রৌদ্রজ্জ্বল৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ১৪ ডিগ্রিতে ঘোরাফেরা করবে। সোমবার কলকাতা এবং তার আশপাশে রাতের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।
এদিকে আগামী কয়েকজিনে কলকাতার আকাশ মেঘলা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে শহরে বৃষ্টির সম্ভাবনা কম। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের সব জেলাতেই আবহাওয়া মোটের উপর শুষ্ಌক থাকবে। তবে উত্তরের দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে রাতে ও ভোরে শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওযা দফতর। তার আগে আরও বেশ কয়েকদিন শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।