গতকাল রাতে কালীঘাটে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ধরনামঞ্চে ফিরছেন ডাক্তাররা। সেই সময়ই খবর আসে যে চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সঙ্গে গ্রেফতার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর সেই খবর প্রকাশ হতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডে সক্রিয় হয়ে ওঠেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কারও নাম না নিয়েই দাবি করেন, ধর্ষণ ও খউনের মামলায় যারা দোষী তারা প্রত্যেকে শাস্তি পাক। পাশাপাশি সিবিআই-এর উদ্দেশে কুণালের বার্তা, তারা যেন দ্রুত জাল গুটিয়ে আনে। (আরও পড়ুন: জাඣরি আন্দোলন, তবে কাজে ফেরা নিয়ে দ্বিধাবিভক্ত জুনিয়র ডাক্তাররা: রিপোর্ট)
আরও পড়ুন: 'তাদের শিবির ꦗথেকেই অডিয়ো লিক...', কলতানের গ্রেফতারির পর ফের সরব কℱুণাল
উল্লেখ্য, ইতিমধ্যেই আরজি করের দুর্নীতি মামলায় জেলে আছেন সন্দীপ ঘোষ। এহেন সন্দীপকে গতকাল গ্রেফতার করা হয় আরজি করের ধর্ষণ ও খুনের মামলাতেও। খুনের মামলার তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হল। সেইস♚ঙ্গে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছে সিবিআই। রিপোর্ট অনুযায়ী, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ এবং দেরিতে এফআইআর দায়ের করায় তাঁদের গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই আবহে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'আরজি কর। ধর্ষণ এবং খুনে প্রকৃত দোষী যে/যারা, তথ্য প্রমাণ লোপাটে যে/যারা, প্রত্যেকে শাস্তি পাক। প্রথম থেকে বলছি, আজও বলব। তদন্তের জাল আরও দ্রুত গোটাক সিবিআই। আইন আইনের পথে চলুক।'